চেন্নাই টেস্টের পঞ্চম দিনে চোখ শান্তর
টেস্ট ক্রিকেটে ভারতের আধিপত্য কারও অজানা নয়। তার ওপর ঘরের মাঠে তারা কতটা শক্তিশালী সেটাও সবার জানা। সেই দলটির বিপক্ষে চেন্নাইতে পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের এক নম্বর দলের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদলের মাঠের লড়াই শুরু কাল সকাল ১০টায়।
ম্যাচের আগের দিন আজ যথারীতি সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ অধিনায়ক শান্ত। যেখানে ভারতকে শক্তিশালী মেনেই নিজ দলের লক্ষ্যের কথা জানান বাংলাদেশি তারকা।
ভারতকে সমীহ করে নিজেদের লড়াই করার কথা জানিয়েছে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দেখুন ভারত সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা।’
ম্যাচের ফলের চিন্তা এখনই না করে সেশন বাই সেশন আগাতে চান শান্ত। টেস্টের পাঁচ পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আভাস দিয়ে শান্ত বলেছেন, ‘দেখুন এটা পাঁচ দিনের ম্যাচ। এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই আসল। লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচটা জিতব। সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদের লক্ষ্যও তাই। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা সেটা করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।’