আলোক স্বল্পতায় শেষ তৃতীয় দিনের খেলা
দিনের খেলা তখনও বাকি ছিল দশ ওভার, তবে হুট করেই কালো মেঘে ঢেকে যায় চেন্নাইয়ে আকাশ। জ্বালিয়ে দেওয়া হয় ফ্লাডলাইন। যার ফলে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা। তবে, তখনও আম্পায়াররা মাঠেই ছিলেন। অপেক্ষা করছিলেন পরিস্থতি ঠিক হওয়ার। তবে, আলোকস্বল্পতা থাকায় আর একটি বলও গড়ানো সম্ভব হয়নি। তৃতীয় দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।
এবার সাজঘরে মুশফিক
লক্ষ্যটা পাহাড়সম। এত বড় লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড নেই কারও। সেই অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে চেন্নাইয়ে ব্যাটিং করছে বাংলাদেশ দল। তবে, বড় জুটি গড়তে পারছে না সফরকারীরা। টপঅর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর এবার মুশফিকের উইকেটও হারাল বাংলাদেশ। দলীয় ১৪৬ রানের মাথায় অশ্বিনের বলে আউট হন মুশফিক। সাজঘরে ফেরার আগে ১১ বলে ১৩ রান আসে তার ব্যাট থেকে।
চাপ বাড়িয়ে বিদায় মুমিনুলের
দলীয় ৮৬ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। অবশ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে চাপ সামলে এগোতে থাকে সফরকারীরা। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি মুমিনুল। দলীয় ১২৪ রানের মাথায় অশ্বিনের বলে বোল্ড আউট হয়ে ফেরেন সাজঘরে। আউটের আগে করেন ২৪ বলে ১৩ রান। নতুন ব্যাটার হিসেবে এসেছে অভিজ্ঞ মুশফিকুর রহিম।
জাকিরের পর সাদমানকে হারাল বাংলাদেশ
প্রথম ইনিংসে ব্যাট হাতে বাজে শুরু ছাপিয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের ওপেনাররা। তবে, শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি সাদমান-জাকিররা। চা বিরতির পর দ্রুতই দুই উইকেট হারাল বাংলাদেশ। প্রথম ওপেনার জাকির আর এবার সাজঘরে ফিরলেন সাদমান। ৬৮ বলে ৩৫ রান করে অশ্বিনের বলে গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
আশা দেখিয়ে সাজঘরে জাকির
বড় লক্ষ্য তাড়ায় চা বিরতির আগ পর্যন্ত দারুণ খেলছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫৬ রান তুললেও কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তবে, এরপরই খেই হারালেন ওপেনার জাকির হাসান। দলীয় ৬২ রানের মাথায় বুমরার বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। আউটের আগে করেন ৪৭ বলে ৩৩ রান।
বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশের সাবধানী সূচনা
লক্ষ্যটা ৫১৫ রানের। সাদা পোশাকে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করার খুব একটা রেকর্ড সেই। সেই হিসেবে ভারতের বিশ্বসেরা বোলিংয়ের সামনে নতুন ইতিহাস গড়তে হবে শান্তদের। যদিও ব্যাট হাতে শুরুটা ভালো করেছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। এরইমধ্যে দলীয় স্কোর পঞ্চাশ ছাড়িয়েছে বাংলাদেশের।
গিল-পন্থের সেঞ্চুরিতে বাংলাদেশের লক্ষ্য ৫১৫
তৃতীয় দিন ভারতকে দ্রুত গুটিয়ে দেওয়ার মিশনে সফল হয়নি বাংলাদেশ। বরং তাদের হতাশ করে স্বাগতিক ভারত রানের পাহাড় গড়েছে। ৫১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে তারা। তাতে প্রথম টেস্টে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৫ রানের। এদিন পন্থ, গিল দুজনেই সেঞ্চুরি পেয়েছেন। পান্ত ১০৯ রানে আউট হলেও গিল অপরাজিত ছিলেন ১১৯ রানে। সঙ্গে ২২ রানে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল।
গিলের সেঞ্চুরি, বড় লিডের পথে ভারত
একেই বলে ব্যাটিং দাপট। ঘরের মাঠে যে ভারত কতটা ভয়াবহ তা ভালোভাবেই টের পাচ্ছে বাংলাদেশ। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে প্রথম দুই সেশনে তেমন কোনো লড়াই করতে পারল না বাংলাদেশ। সফরকারীদের নির্বিষ বোলিং ছাপিয়ে বড় সংগ্রহের পথে ভারত। এরইমধ্যে লিড পাঁচশ ছুঁইছুঁই। রিশাভ পন্থের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন শুভমান গিল। ১৫১ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেন এই ডানহাতি ব্যাটার।
অবশেষে এলো উইকেট, সেঞ্চুরি হাঁকিয়ে ফিরলেন পন্থ
প্রথম ইনিংসের পর চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসেও দাপট দেখাচ্ছে ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনরা অবিশ্বাস্য ব্যাটিং করে বাংলাদেশকে চাপে ফেলে। এবার দ্বিতীয় ইনিংসে দুই তরুণ ব্যাটার রিশাভ পন্থ ও শুভমান গিল মিলে ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন। এরইমধ্যে শতক তুলে নিয়েছেন পন্থ। লিড ছাড়িয়েছে সাড়ে চারশ। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি পন্থ। ১২৮ বলে ১০৯ রান করে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
উইকেটের খোঁজে বাংলাদেশ
বল হাতে প্রথম ইনিংসে হাসান-নাহিদরা দাপট দেখালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি দ্বিতীয় ইনিংসে। দুই ব্যাটার রিশাভ পন্থ ও শুভমান গিলের ব্যাটে রানপাহাড়ে ভারত। বাংলাদেশকে যে বড় রানের লক্ষ্য দিতে চায় টিম ইন্ডিয়া তা স্পষ্ট। অন্যদিকে, প্রথম সেশনে উইকেটশূণ্য বাংলাদেশ দ্বিতীয় সেশনেও উইকেটের খোঁজে। তবে, এখনও মেলেনি সাফল্য। লিড সাড়ে চারশ ছাড়িয়ে ছুটছে ভারত।
পন্থ-গিলের ফিফটি, ভারতের লিড চারশ ছাড়াল
প্রথম ইনিংসে ব্যাট হাতে শুরুটা ভালো করতে না পারলেও চেন্নাই টেস্টে চালকের আসনে স্বাগতিক ভারত। বাংলাদেশের ব্যাটি ব্যর্থতার সুযোগে রানের পাহাড় গড়ছে ভারত। এরইমধ্যে দ্বিতীয় ইনিংসে লিড সাড়ে তিনশ ছাড়িয়েছে দলটির। ফিফটি তুলে নিয়েছেন দুই তরুণ তারকা রিশাভ পন্থ ও শুভমান গিল।
লিডের বোঝা নিয়ে তৃতীয় দিন শুরু বাংলাদেশের
চেন্নাই টেস্টের শুরুটা দারুণ করলেও সময়ের সাথে খেই হারাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে হতাশাজনক ব্যাটিংয়ের ফলে পরাজয় দেখছে সফরকারীরা। এগিয়ে থেকেই তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে ভারত। বাংলাদেশের ঘাড়ে লিডের ভার। সেটা আজ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। ৩০৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করেছে টিম ইন্ডিয়া।