দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ, বিদায়ী টেস্টে নামছেন সাকিব?
মাঠের ক্রিকেট থেকে বিদায় বলার সংস্কৃতি নেই বাংলাদেশের ক্রিকেট ঐতিহ্যে। মাঠ তো দূর, এর আগে বোর্ড থেকে সংবর্ধনাও জোটেনি কারও ভাগ্যে। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে সাকিব আল হাসানের নাম। দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বিদায় নেওয়ার ইচ্ছা পোষণ করলেও, সাকিবের সেই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ নিরাপত্তা ইস্যুতে বিসিবির তেমন কিছুই করার নেই। সিদ্ধান্ত পুরোটাই সরকারের।
গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অনেকটা আচমকা অবসরের ঘোষণা দেন সাকিব। টি-টোয়েন্টি থেকে পুরোপুরি অবসর নিলেও দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নেওয়ার কথা জানান তিনি। যদিও নিরাপত্তা ইস্যুতে সাকিবের দেশে ফেরাটা বেশ কঠিন। সেই হিসেবে ভারতের বিপক্ষে কানপুরের ম্যাচটিই হতে পারে সাকিবের বিদায়ী টেস্ট।
কারণ, নিরাপত্তা ইস্যুতে সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় বিসিবি। যদি ইতিবাচক সাড়া না মেলে, তাহলে ভারতের মাটিতেই সাদা পোশাকে ইতি টানতে হবে ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে। আপাতদৃষ্টিতে দেশে ফিরে বিদায় নেওয়ার সম্ভাবনা খুব একটা নেই।
সাকিবের নিরাপত্তা ইস্যুতে বিসিবিপ্রধান ফারুক আহমেদ জানিয়েছেন, ‘আমিতো আসলে কোনো এজেন্সি না, পুলিশ বা র্যাব। এটা আসলে আমার বা বিসিবির হাতে না। এটা সরকারি পর্যায় থেকে আসতে হবে, নিরাপত্তাটা। আমরা আসলে এটাতে তেমন একটা অংশ হতে পারব না। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারব না, বোর্ড থেকে কী করতে পারি। ব্যক্তি পর্যায়ে একজন মানুষকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই।’