ইউটিউবার যখন ফুটবলার, ৫০ সেকেন্ডের ঘটনায় আর্জেন্টিনায় তোলপাড়
ইউটিউবার আইভান বুহাজেরুক। এসপ্রিন নামে যার পরিচিতি। শুধু প্রচারের জন্য আর্জেন্টিনার শীর্ষ লিগের দল দেপোর্তিভো রিয়েস্ত্রা তাকে মাঠে নামায়। একজন ইনফ্লুয়েন্সারের আর্জেন্টিনার শীর্ষ লিগে এমন অভিষেকে সমালোচনার ঝড় উঠেছে। ঘটনা এতদূর গড়িয়েছে যে এ নিয়ে শুরু হয়েছে তদন্ত।
আর্জেন্টিনার শীর্ষ লিগের দল দেপোর্তিভো রিয়েস্ত্রার হয়ে গত সোমবার অভিষেক হয়েছে জনপ্রিয় ইউটিউবার কিন্তু ফুটবলের অখ্যাত এ তরুণের। লীগের শীর্ষ দল ভেলে সারফিলের বিপক্ষে ম্যাচে তাকে নামানো হয় স্ট্রাইকার হিসেবে। অবশ্য এক মিনিটও মাঠে রাখা হয়নি তাকে। একবারও বলে স্পর্শ করতে পারেননি তিনি। ৫০ সেকেন্ডেই তাকে তুলে নেওয়া হয়। কিন্তু এই ঘটনা নিয়ে বিতর্কে এখন উত্তাল আর্জেন্টাইন ফুটবল।
পেশাদার ফুটবলে কোনো অভিজ্ঞতা বা সংস্পর্শ না থাকলেও ওই ইনফ্লুয়েন্সারকে মাস দুয়েক আগে চুক্তিবদ্ধ করে ক্লাবটি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনেও তাকে নিবন্ধন করানো হয়। এটিকে ক্লাবের প্রচারণার অংশ হিসেবেই দেখা হচ্ছিল। তখনও সমালোচনা হয়েছিল। তবে এবার সত্যিই তাকে মাঠে নামিয়ে দেওয়ায় সমালোচনার স্রোত চারপাশে।
ম্যাচ শুরু হতেই টিভি ধারাভাষ্যকার বিস্ময়ভরা কণ্ঠে বলেন, ‘সে তো এমনকি এটাও জানে না যে, মাঠে কোথায় দাঁড়াতে হয়… অবিশ্বাস্য। এটা লজ্জাজনক, ফুটবলের জন্য চূড়ান্ত অপমানজনক।
রিয়েস্ত্রা ক্লাবের কর্তারা সংবাদমাধ্যমকে বলেছেন, এটা প্রচারণারই অংশ এবং ক্লাবের মূল স্পন্সর খুঁজতে চেষ্টার প্রক্রিয়া। একটি এনার্জি ড্রিংক কোম্পানির সঙ্গে তাদের আলোচনার অংশ এটি। এই ঘটনার পেছনে অনৈতিক কোনো উদ্দেশ্য বা অবৈধ বাজির ব্যাপার আছে কি না, তা খতিয়ে দেখছে আর্জেন্টাইন জাস্টিস ডিপার্টমেন্ট।