গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ
এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলার যুবারা মাঠে নামবে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।
’বি’ গ্রুপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল আফগানিস্তানকে। আফগানদের ৪৫ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে এসেছে পাঁচ উইকেটের জয়। দল দুটি সঙ্গে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কাও। দুই ম্যাচ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কা উভয় দলের পয়েন্ট চার। রান রেটে পিছিয়ে নিজ গ্রুপে দ্বিতীয় স্থানে বাংলাদেশ।
আজকের ম্যাচ জিতলে গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে জায়গা করে নেবেন হাকিম-রিজানরা। ব্যাটে-বলে ছন্দে থাকা লাল-সবুজের প্রতিনিধিদের জন্য জয়টা খুব কঠিন হবে না। তবে, ছন্দে থাকা লঙ্কানদের সামর্থ্য আছে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার।
বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি অধিনায়ক আজিজুল হাকিম। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করা এই ব্যাটার নেপালের সঙ্গে করেছেন অর্ধশতক। ১০৩ ও ৫২ রানের ইনিংস দুটি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। বোলিংয়ে ইমন-ফাহাদ-রিজানরা আছেন ছন্দে। দলের প্রয়োজনে উইকেট তুলে এনে দিচ্ছেন ব্রেক থ্রু। সবমিলিয়ে, বাংলাদেশকে নিয়ে জয়ের আশা করাটা ভুল হবে না।