বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু আজ
সাদা পোশাকে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় পেয়েছে বাংলাদেশ। মাঠ ও মাঠের বাইরে দলের বিবর্ণ পারফরম্যান্সে মানসিকভাবে পিছিয়ে পড়েছিলেন ক্রিকেটাররা। তবে, একটি জয়ে বদলে গেছে দলের পরিস্থিতি। টেস্টের এই জয় ওয়ানডেতেও অনুপ্রেরণা দেবে বাংলাদেশকে।
টেস্টের পর এবার মিশন ওয়ানডে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ রোববার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে সাবলীল। নিজেদের পছন্দের ফরম্যাটে ক্যারিবীয়দের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে সফরকারীদের হয়েই। মুখোমুখি শেষ পাঁচ লড়াইয়ে বাংলাদেশ হেসেছে জয়ের হাসি। যদিও, ঘরের মাঠ হওয়ায় ক্যারিবীয়রা এগিয়ে থাকবে কিছুটা হলেও।
অতীত অবশ্য বলছে ভিন্ন কথা। বাংলাদেশের বিপক্ষে ২০২২ সালে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০২১ সালে বাংলাদেশ সফরে গিয়েও হেরেছে সিরিজ। সেদিক থেকে তুলনামূলক খর্বশক্তির ক্যারিবীয়দের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন অনেকে।
বাংলাদেশ পেসার নাহিদ রানা বলেন, ‘যখনই মাঠে নামি, তখন চিন্তা থাকে কীভাবে পারফর্ম করা যায়। আমার দলকে কীভাবে সেরাটা দেওয়া যায়। কোচেরা আমাদের নিয়ে কাজ করছেন নিয়মিত। সবার প্রস্তুতি খুব ভালো। ওয়েস্ট ইন্ডিজের পরিবেশে সেরাটা দেওয়ার চেষ্টাই থাকবে।’
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব ও নাহিদ রানা।