বাংলাদেশকে খাটো করে দেখছে না ওয়েস্ট ইন্ডিজ

লম্বা সময় পর ঘরের মাঠের সিরিজেও আত্মবিশ্বাস পাচ্ছে না বাংলাদেশ৷ মাঠে ব্যর্থতা, মাঠের বাইরে দুয়োধ্বনি মিলিয়ে স্বস্তিতে নেই ক্রিকেটাররা। আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশের মিশন এখন ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
চলতি বছর ওয়ানডেতে ছন্দে নেই বাংলাদেশ। হার তো আছেই, কোনো ম্যাচে করতে পারেনি ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা। এমন অবস্থায় প্রতিপক্ষকে দুর্বল ভাবছেন কি না, জানতে চাওয়া হয় ড্যারেন সামির কাছে। উইন্ডিজ কোচ অবশ্য জানিয়েছেন, বাংলাদেশকে তারা খাটো করে দেখছে না।
সংবাদ সম্মেলনে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সামি বলেন,' না। তারা ঘরের মাঠে খুবই শক্তিশালী দল। আমরা তাদের চিনি। তাদের সম্পর্কে আমাদের ধারণা আছে। চেনা কন্ডিশনে বাংলাদেশ সবসময়ই দারুণ কিছু করার সামর্থ্য রাখে।'
১৮ অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২১ অক্টোবর। একদিন পরে ২৩ অক্টোবর মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচই হবে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর দেড়টা থেকে শুরু হবে ম্যাচগুলো।