অবশেষে উইকেট এনে দিলেন রিশাদ

একটু আগে ওয়ানডেতে টেস্ট মেজাজে ব্যাটিং করা সেই উইকেটেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশিদের শাসন করেছে। দুই ওপেনার মিলে লক্ষ্য তাড়ায় নেমে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছিলেন। সেই অর্থে কোনো চ্যালেঞ্জ জানাতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। ১২তম ওভারে অবশেষে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন রিশাদ হোসেন।
আজ শনিবার (১৮ অক্টোবর) রান তাড়ায় নেমে শুরুর ২ ওভার বাংলাদেশ বেশ ভালোই পরীক্ষা নিচ্ছিল সফরকারীদের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন সেটি মিলিয়ে গিয়েছিল। উল্টো তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানদের পরীক্ষা নিতে শুরু করেছিলেন ব্র্যান্ডন কিং- আলিক আথানেজ।
পাওয়ার-প্লে পর্যন্ত সফলও ছিলেন তারা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চারজন বোলার ব্যবহার করলেও কেউই সাফল্য এনে দিতে পারেননি। বরং তাদের অপেক্ষা বাড়িয়ে এগিয়ে যাচ্ছিলেন ক্যারিবিয়ান দুই ওপেনার।
১২তম ওভারে পঞ্চম বোলার হিসেবে আক্রমণে আসেন রিশাদ হোসেন। তিনি এবার আর হতাশ করেননি। ওভারের শেষ বলে ওপেনার আথানেজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান তিনি। ৩৬ বলে ২৭ রান করে আথানেজ ফিরলে ভাঙে ৭২ বলে ৫১ রানের উদ্বোধনী জুটি।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও সেই ধাক্কা বড় হতে দেয়নি বাংলাদেশ। যদিও এদিনও পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। তবে ২০০ পার করা পুঁজি দাঁড় করায় টাইগাররা। ২০৭ রান তুলে ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।