ফিফপ্রোর বর্ষসেরা একাদশে নেই মেসি
ফুটবলে যে কোনো সেরা মানেই লিওনেল মেসির নাম থাকবে। প্রায় দুই দশক ধরে অন্তত এমনই চিত্র দেখে এসেছে ফুটবল ভক্তরা। তবে, মেসি এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে। তাই ভিন্ন সেরার তালিকাতে থেকেও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। এই যেমন ফিফপ্রোর ২০২৪ সালের সেরা একাদশে জায়গা হয়নি বিশ্বের সেরা ফুটবলারের। যথারীতি নাম নেই ক্রিস্টিয়ানো রোনালদোরও।
পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠনের (ফিফপ্রো) ওয়েবসাইটে বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে। যেখানে ১১ জনের মধ্যে সর্বোচ্চ ৬ জনই আছে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদের। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন ৪ জন।
দীর্ঘ দুই দশক পর এই প্রথম এই একাদশে জায়গা হলো না আর্জেন্টাইন অধিনায়ক মেসির। ২০০৭ সাল থেকেই এই একাদশের নিয়মিত নাম ছিলেন আটবারের বর্ষসেরা ফুটবলার। এমনকি রেকর্ড ১৭ বার তালিকায় নাম থাকা খেলোয়াড় হলেন বিশ্বকাপজয়ী মেসি। এবার সেই মেসিকে ছাড়া নতুন বছর সেরা একাদশ পেল বিশ্ব ফুটবল।
বিশ্বের ৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটে নির্বাচিত হয়েছে এই একাদশ। যেখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন রিয়াল তারকা জুড বেলিংহ্যাম।
ফিফপ্রো বর্ষসেরা একাদশ
গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আন্টোনিও রুডিগার (রেয়াল মাদ্রিদ, জার্মানি)।
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপে (পিএসজি/রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)।