ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশি আম্পায়ার
জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি। প্রথম তিন টেস্ট শেষে ১-১ সমতায় দুদল। চতুর্থ টেস্টে আগামীকাল মাঠে নামবে কামিন্স-রোহিতরা। সেই টেস্টে থাকছে বাংলাদেশও। লাল সবুজের প্রতিনিধি হয়ে সিরিজের বাকি দুই ম্যাচের আম্পায়ারিংয়ে থাকছেন আইসিসির এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
বৃহস্পতিবার হতে শুরু হওয়া বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন সৈকত। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে তিনি থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। সৈকতের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে এই ম্যাচে থাকছেন মাইকেল গফ। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট।
এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও আম্পায়ারিং করেন আইসিসির এই ম্যাচ অফিসিয়াল। ডারবান টেস্টে ম্যাচ পরিচালনায় প্রশংসিত হয়েছেন সৈকত। নিখুঁতভাবেই ম্যাচটি পরিচালনা করেন। ম্যাচটিতে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয়েছে দুই দলের ব্যাটাররা। মানে শতভাগ সফল ছিলেন তিনি।
আইসিসি ইভেন্টসহ বিশ্বের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এখন পরিচিত চিত্র। বাংলাদেশের এই আম্পায়ার কখনোবা মাঠের আম্পায়ার, কখনোবা টিভি, চতুর্থ আম্পায়ার হিসেবেও কাজ করেন। দুর্দান্ত আম্পায়ারিংয়ে নজর কেড়েছেন তিনি।
টেস্টে ৫টি আন্তর্জাতিক ম্যাচে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩২টি রিভিউ নিয়েছেন। এর মধ্যে কেবল ৭টি সিদ্ধান্ত গেছে তার বিপক্ষে। বাকি ২৫ সিদ্ধান্তেই সফল হয়েছেন সৈকত। ফলে এবার বোর্ডার-গাভাস্কার ট্রফির মতো হাইভোল্টেজ সিরিজেও তাকে নিয়ে বাড়তি আগ্রহ থাকবে সমর্থকদের।