ড্রেসিংরুমের কথা ভেতরে থাকাই ভালো, রোহিতের ব্যাপারে গম্ভীর
চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ শুরু হবে আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) থেকে। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই ভারতের সামনে। ম্যাচ ড্র হলেও সিরিজ নিজেদের করে নেবে অসিরা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় কাল ভোর সাড়ে ৫টায়। শেষ ম্যাচের একাদশে অনিশ্চিত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে রোহিতের থাকা না থাকা নিয়ে কিছুই জানাননি কোচ গৌতম গম্ভীর। বরং, বাড়িয়েছেন ধোঁয়াশা।
গম্ভীর বলেন, ‘আমরা জিতি দল হিসেবে। হারি দল হিসেবে। এখানে দলের কথা বলতে এসেছি, কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যাপারে নয়। রোহিতের সঙ্গে সবকিছু ঠিকই আছে। ড্রেসিংরুমে কী কথা হয়, তা ভেতরেই থাকা ভালো। আপনাদের প্রয়োজন ফল দেখা। আর আজকের সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ উপস্থিত আছে, এটাই যথেষ্ট। অন্য কারও থাকা না থাকা বিষয় নয়। আমরা উইকেট দেখে একাদশ দেব।’
ছন্দে নেই রোহিত। ভারতেরও শঙ্কা সিরিজ হারের। সিডনি টেস্টের আগে অনুশীলনে আসেন দেরি করে। ঠিকমতো সারেননি নিজের অনুশীলন। সঙ্গে যোগ হয়েছে গম্ভীরের এমন কথা। সংশয় তাই থেকেই যায় পঞ্চম টেস্টে রোহিতের খেলা নিয়ে। যেখানে সম্ভাবনার চেয়ে শঙ্কা বেশি।