প্রথমবারের মতো ওয়ানডেতে শীর্ষে রোহিত
প্রায় এক দশক ধরে আইসিসির ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে নিয়মিতভাবে শীর্ষ দশে ছিলেন ভারতের সদ্য সাবেক অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কখনো শীর্ষে ওঠা হয়নি তার। অবশেষে প্রথমবারের মতো উঠেছেন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটারের আসনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্সের পর তিনি এই সুখবর পেলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত করেন ৭৩ রান এবং তৃতীয় ও শেষ ম্যাচে খেলেন অপরাজিত ১২১ রানের দুর্দান্ত ইনিংস। যদিও ভারত সিরিজটি ২–১ ব্যবধানে হেরেছে, তবে রোহিতের এই দুই ইনিংসই র্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলে।
সিরিজ শেষ তার রেটিং পয়েন্ট এখন ৭৮১। এতেই আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও ভারতেরই শুভমান গিলকে পেছনে ফেলেন দুই ধাপ এগিয়ে এখন তিনি ১ নম্বরে। শীর্ষস্থানে থাকা গিল ২ ধাপ পিছিয়ে এখন তিন নম্বরে।
বাংলাদেশের ব্যাটারদের মাঝে একধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠেছেন নাজমুল হাসান শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা ওপেনার সৌম্য সরকার অনেক বড় লাফ দিয়েছেন। ২৪ ধাপ এগিয়ে তিনি ৬২ নম্বরে উঠে এসেছেন। এদিকে জাকের আলী ৩ দাপ পিছিয়ে নেমে গেছেন ৮১ নম্বরে আর লিটন ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৯৬ নম্বরে।
ওয়ানডেতে বোলারদের র্যঙ্কিংয়ের শীর্ষ তিনে কোন পরিবর্তন আসেনি। তবে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার তিন ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ এক ধাপ এগিয়ে এখন ১৭ নম্বরে। নাসুম আহমেদ ২৪ দাপ এগিয়ে উঠে এসছেন ৪৭ নম্বরে। রিশাদ হোসেনও ৪ ধাপ এগিয়ে এখন ৬২ নম্বরে। তানভির ইসলাম ২৭ ধাপ এগিয়ে এখন ৬৯ নম্বরে।
অন্যদিকে তিন চার পেসারেই র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪০ নম্বরে আর তিন ধাপ ফিছিয়ে ৬০ নম্বরে মুস্তাফিজুর রহমান। শরিফুল ইসলামও পিছিয়েছেন ২ ধাপ ও তানজিম হাসান সাকিব ৪ ধাপ পিছিয়ে এখন ৭৭ নম্বরে।

স্পোর্টস ডেস্ক