কোহলির মন ‘রিসেট’ করার পরামর্শ দিলেন ডি ভিলিয়ার্স
এক দশক পর বোর্ডার-গাভাস্কার ট্রফির শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে ভারতকে হারিয়েছে অসিরা। উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সদ্য শেষ হওয়া সিরিজজুড়ে আলোচনার টেবিলে ছিলেন বিরাট কোহলি। কিংবদন্তি এই ক্রিকেটারকে নিয়ে আলোচনার চেয়ে সমালোচনা হয়েছে বেশি।
পুরো সিরিজে ব্যাট হাতে ব্যর্থ কোহলি। পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোটে ১৯০ রান। ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে এই রান করার পথে প্রথম টেস্টে একটি সেঞ্চুরি পান। এরপর সর্বশেষ সাত ইনিংসে তার ব্যাট থেকে ১২.১৪ গড়ে আসে মাত্র ৮৫ রান। যে কোহলিকে দেখে অভ্যস্ত নয় কেউ, তাকে যেন দেখা গেল অস্ট্রেলিয়া সফরে। আটবার আউট হয়েছেন, যার প্রায় সবকটিই দৃষ্টিকটু।
এ তো গেল ব্যাট হাতে ব্যর্থতার হিসাব। এই সিরিজে অসি ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত ঝামেলায় জড়ান কোহলি। এমনকি বিমানবন্দরে সাংবাদিকের দিকে তেড়ে গিয়ে হন সমালোচিত। সবমিলিয়ে, এমন কোহলিকে দেখে হতাশ দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে একসঙ্গে ১১ মৌসুম খেলা ভিলিয়ার্স কোহলিকে দিলেন মাথা ঠান্ডা রাখার উপদেশ।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন মতে কিংবদন্তি ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হয় কোহলিকে মনস্থির করতে হবে। সে মাঠের বিষয়ের চেয়ে বাইরের বিষয়ে বেশি মনোযোগ দিয়ে ফেলেছে। ছন্দে ফিরতে হলে তার নিজের মনকে রিসেট করতে হবে। প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়ানো বন্ধ করতে হবে।’