পারিশ্রমিক নিয়ে নাটক চিটাগংয়ের, মুখ খুলল মালিকপক্ষ
বিপিএলের চলতি আসরে মাঠের ভেতরের পারফরম্যান্স থেকে মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচনায়। টুর্নামেন্টের প্রায় মাঝপথে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে অনুশীলন বাতিল করে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। পারিশ্রমিক নাটকীয়তায় নতুন করে নাম লেখাল লম্বা সময় পর বিপিএলে ফেরা আরেক দল চিটাগং কিংস। জাতীয় দলের এক ক্রিকেটারকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে।
পারভেজ হোসেন ইমন—বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার এবার বিপিএল খেলছেন চিটাগংয়ের হয়ে। তবে, এখন পর্যন্ত এক টাকাও পারিশ্রমিক পাননি এই ক্রিকেটার। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) হুট করেই শোনা যায় এমন অভিযোগ। এই অভিযোগ যে মিথ্যা নয়, সেটা স্বীকার করে নেন দলটির দলটির সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী।
দেশের একটি শীর্ষসারির গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পারিশ্রমিক না দেওয়ার কারণকে 'ব্যক্তিগত' বলে জানান দলটির সামির কাদের চৌধুরী। ইমনের পেমেন্ট ইস্যুতে চিটাগং কিংসের মালিক বলেন, 'হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমি কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না। কিছু ব্যক্তিগত এবং ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব।'
গুঞ্জন উঠেছে, পারিশ্রমিক না পাওয়ায় দলের সঙ্গে ফেরেননি ইমন। তবে দলটির মালিক সামির কাদের চৌধুরি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ছুটিতে থাকায় দলের সঙ্গে নেই ইমন। এই বিষয়ে চিটাগং মালিকের ভাষ্য, ‘ও (ইমন) তিন-চার দিন ছুটি নিয়েছে কোচের কাছ থেকে, টিম ডিরেক্টর থেকে। এতটুকুই জানি, আর আগামীকাল আসবে (দলে যোগ দেবে) বলেও জেনেছি। সে পারিশ্রমিক পায়নি।’
দলের সঙ্গে না থাকার গুঞ্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন ইমন নিজেও। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে আছি, কোচ-ম্যানেজারের সঙ্গে কথা বলে ছুটি নিয়েছি। টিম ছেড়ে চলে গিয়েছি এমন কথার কোনো ভিত্তি নেই, এমনটা কোথাও বলিনি। দেখা হবে মাঠে।’