এক বলে দুজন আউটসহ বিগ ব্যাশে আসতে পারে অদ্ভুত নিয়ম
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশকে ধরা হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। মাঠের জমজমাট লড়াই আর চমকপ্রদ সব নিয়মের কারণে জগৎ জুড়ে খ্যাতি রয়েছে এই টুর্নামেন্টের। এবার এমন কিছু অদ্ভুদ নিয়ম কার্যকর করার কথা ভাবা হচ্ছে এই লিগে, যা স্বীকৃত ক্রিকেটে এর আগে কখনও দেখা যায়নি।
সেই নিয়মগুলো হলো এক বলে ২ উইকেটের পতন, ১২ বলের ওভার, ৬ বল ডট খেললে আউট, ব্যাটারকে করতে হবে না ফিল্ডিং। এমন নানা অদ্ভুত নিয়ম কার্যকরের কথা ভাবছে আয়োজকরা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, বিগ ব্যাশের আগামী আসরে দেখা যেতে পারে এসব নিয়ম।
প্রথম নিয়মটি হচ্ছে ডাবল প্লে রুল। এই নিয়ম অনুসারে রান আউটের ক্ষেত্রে যদি দুই ব্যাটার ক্রিজের বাইরের থাকেন এবং দুই প্রান্তেই স্ট্যাম্প ভেঙে দেন ফিল্ডাররা; সেক্ষেত্রে দুই ব্যাটারই আউট হবেন। বর্তমান ভুল বোঝাবুঝিতে এক প্রান্তের ক্রিকেটারকে সাজঘরে ফিরতে হয়।
দ্বিতীয় নিয়মটির নাম করণ করা হয়েছে ‘ডেজ়িগনেটেড হিটার’। এই নিয়মে বিপক্ষ দলকে একজন ক্রিকেটারকে বেছে নিতে বলা হবে। যিনি হবে শুধুই ব্যাটার। তার ফিল্ডিং না করলেও চলবে। অথবা তার পরিবর্তে অন্য ফিল্ডারও নামানো যাবে। আপাতত দুই নিয়ম নিয়েই ক্রিকেটার ও সম্প্রচার কারীদের সঙ্গে আলোচনা চলছে। এরপর দলের মালিকদের সঙ্গে আলোচনায় বসবে আয়োজকরা। মূলত দ্রুত ম্যাচ শেষ করা ও দর্শকদের কাছে বিগ ব্যাশকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই দুই নিয়ম আনা হচ্ছে।
জানা গেছে, উপরোক্ত নিয়মগুলো ছাড়াও এক বলে দুই আউটের পাশাপাশি একই বলে ক্যাচ ও রানআউটের কথাও নাকি আলোচনায় আছে। যদিও এই নিয়মটি চালুর সম্ভাবনা ক্ষীণ। আরেকটি পরিবর্তন আসতে পারে এক পাশ থেকে টানা বল করার। বর্তমানে এক প্রান্ত থেকে এক ওভারই বোলিং করা হয়। পরের ওভারে বোলার অপর প্রান্ত থেকে আসেন। নিজের জায়গায় থাকেন শুধু ব্যাটসম্যান। সবমিলিয়ে এসব নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাও বড় চ্যালেঞ্জ হবে ক্রিকেটারদের।