বাতিল হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন, নেপথ্যে ভারত?
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/31/icc-ct.jpg)
প্রায় তিন দশক পর পাকিস্তানে আইসিসির কোনো ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বড় পরিকল্পনা সাজিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে, সেটি বাতিল করতে হচ্ছে পিসিবিকে।
লাহোরে আগামী ১৬ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠান। এর আগেই সেটি বাতিল করেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেটের বরাত দিয়ে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারত তাদের কোনো প্রতিনিধি পাঠাতে চায়নি। অধিনায়কদের ফটোসেশনে ভারত অধিনায়ক রোহিত শর্মা যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও বোর্ডের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। এমনকি ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানে যেতে অনীহা দেখিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ফলে, আইসিসি বাধ্য হচ্ছে অনুষ্ঠান বাতিল করতে।
আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, পিসিবি ও আইসিসির আগ্রহ থাকার পরও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাযথ সময়ে না আসায় উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পর্দা নামবে ৯ মার্চ। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। পাকিস্তান মূল আয়োজক হলেও ভারতের আপত্তিতে টুর্নামেন্টের কিছু ম্যাচ হবে দুবাইয়ে।