শান্ত অনেক পরিশ্রম করছে : বাংলাদেশ কোচ
ব্যাটে রান নেই নাজমুল হোসেন শান্তর। বিপিএলে ঠিকমতো খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। মাঠের বাইরে কাটছে অনেকটা সময়। এমন এক সময় ছন্দপতন ঘটেছে শান্তর, যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে দোরগোড়ায়। এমন টুর্নামেন্টের আগে অধিনায়ককে নিয়ে চিন্তিত ক্রিকেটাঙ্গন।
বাংলাদেশ কোচ ফিল সিমন্স অবশ্য মনে করেন, শান্তর হাতে এখনও সময় আছে। অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন বলেও জানান কোচ। মিরপুরে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে কথা বলার সময় শান্তর প্রসঙ্গে ইতিবাচক মনোভাবই পোষণ করেছেন সিমন্স।
সিমন্স বলেন, ‘শান্ত অনেক বেশি পরিশ্রম করছেন। অনুশীলনে তাকে বেশ মনোযোগী দেখা গেছে। এটা ঠিক, এখনও তার সেরা অবস্থায় পৌঁছাননি। কিন্তু, হাতে সময় আছে। হয়তো তিনি ৫০ ওভারের ম্যাচ খেলতে পারেননি সম্প্রতি। তবে, সবাইকেই ৫০ ওভারের ক্রিকেটের জন্য মানসিকভাবে শক্তিশালী হতে হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে মিরপুরে পুরোদমে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। আগামী ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে দল। তার আগে টি-টোয়েন্টি (বিপিএল) ক্রিকেটের মধ্যে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ওয়ানডের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে বাংলাদেশের।