প্লে-অফ খেলার লক্ষ্যে ঢাকাকে অল্পতে থামাল খুলনা
খুলনা টাইগার্সের সামনে সমীকরণ সহজ। জিতলে প্লে-অফ, হারলে বিদায়। পা হড়কানোর কোনো সুযোগ নেই। এমন ম্যাচে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে খুলনা। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ঢাকা বেশিদূর যেতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান তুলেছে দলটি।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে ঢাকার হারানোর কিছু নেই। বিদায় নিশ্চিত হয়েছে আগেই। ম্যাচটি তাই তাদের জন্য নিয়ম রক্ষার। তবে, বাঁচা-মরার এই ম্যাচে খুলনার বোলাররা সবটুকু উজাড় করে দিয়েছেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দাঁড়াতে পারেননি ঢাকার কোনো ব্যাটার।
ঢাকার পক্ষে ভালো খেলেন কেবল ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে একাই শাসন করেন খুলনার বোলারদের। ৩৭ বলে ১টি চার ও ৭টি ছক্কায় ৫৮ রান আসে তামিমের ব্যাট থেকে। এছাড়া, হাসেনি আর কারও ব্যাট।
ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে। ১৭ বলে ২০ রান করেন তিনি। চার ব্যাটার ছাড়া বাকি সবাই আউট হন এক অঙ্কের ঘরে। ফলে, শেষ ম্যাচেও বড় সংগ্রহ গড়তে পারেনি ঢাকা।
খুলনার হয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও উইলিয়াম বোসিস্তো। হাসান ৫ রানে ২টি এবং বোসিস্তো ১০ রানে নেন ২ উইকেট।