দ্বিতীয় সেমিতে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

জিতলেই ফাইনাল, হারলেই বাদ—এমন কঠিন এক সমীকরণ মাথায় নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের জয়ী দল মেগা ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে। শক্তি এবং সামর্থ্যে দক্ষিন আফ্রিকা ও নিউজিল্যান্ডের কেউ কারও চেয়ে পিছিয়ে নেই। সুতরাং, আজকের দিনে কার ভাগ্যটা ভালো হয়, সেটাই দেখার।
আজ বুধবার (৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
দুই দলই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে একবার। ১৯৯৮ সালে উদ্বোধনী আসরটি জিতেছে প্রোটিয়ারা। তার পর ২০০০ সালের আসরটি জিতেছে নিউজিল্যান্ড। এই দুল দল আবার ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে নকআউটে একে অপরের মুখোমুখি হয়েছে।
৫০ ওভারের ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে মোট ৭৩ বার। এই লড়াইয়ে কিউইদের চেয়ে যোজন যোজন এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ৭৩ লড়াইয়ে প্রোটিয়ারা জিতেছে ৪২ বার। নিউজিল্যান্ড জয় পেয়েছে ২৬ ম্যাচে। ৫ ম্যাচে আসেনি কোনো ফলাফল।