চোটের পর অনবদ্য মেসি

চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ মিস করেছেন লিওনেল মেসি। তাতে আর্জেন্টিনার জিততে অসুবিধা হয়নি। মেসিকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। চোট কাটিয়ে মেসি ফিরেছেন মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে।
ফিলাডেলফিয়ার বিপক্ষে আজ রোববার (৩০ মার্চ) মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক। মেসির গোলে মায়ামিও জিতেছে ২-১ ব্যবধানে। ম্যাচের ৫৫ মিনিটে অধিনায়ককে মাঠে নামান কোচ। দুই মিনিটের মাথায় নিজের ঝলক দেখান ক্ষুদে জাদুকর। পান জালের দেখা।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে প্রথম গোলটা পায় মায়ামি। ঘরের মাঠের দর্শকদের আনন্দের উপলক্ষ দেন রবার্ট টেইলর। ২৩ মিনিটে পাওয়া গোল নিয়ে মায়ামি প্রথমার্ধ শেষ করে ১-০ তে এগিয়ে থেকে। বিরতির পর মেসি নামলে খেলার গতি বাড়ে। ৫৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে গোল শোধ করেন ড্যানিয়েল গাজডাগ। সেটি কেবল ব্যবধানই কমিয়েছে।
বয়স বাড়ার সঙ্গে চোট বাড়ছে মেসির। অধিকাংশ সময় খেলতে পারেন না পুরো ৯০ মিনিট। তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ। যতটুকু সময় খেলেন, তাতেই নিজেকে মেলে ধরেন আর্জেন্টাইন মহাতারকা। ৩৮ বছর বয়সী মেসির জন্য ফিরে আসা অবশ্য নতুন নয়। চোটকে সঙ্গী করে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন।