নাহিদ রানাকে নিয়ে কী বললেন শান্ত?

সাদা পোশাকে অভিষেক হয়েছে গত বছর। নাহিদ রানা এর মধ্যে গতির ঝড়ে দিশেহারা করেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। সমীহ কুড়িয়েছেন বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা তারকা ও বিশেষজ্ঞের। রাওয়ালপিন্ডিতে তো ঘণ্টায় ১৫২ কিলোমিটার বেগে বল করে গড়েছেন নতুন ইতিহাস।
দরজায় কড়া নাড়ছে আরেকটি টেস্ট সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি দিয়ে চলতি বছর টেস্ট শুরু করবে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে আছেন নাহিদ। সুযোগ পেলে বল হাতে তিনি আবারও আগুন ঝরাবেন, এমনটাই চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচের আগে আজ শনিবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘নাহিদের প্রথম দিন থেকেই তাকে একটা মেসেজই দেওয়া হচ্ছে, সে যেন ১৪০+ গতিতে বল করে। তাকে আমি অনেক আগে থেকেই চিনি। যখন সে কিছুই খেলত না, তখনও একই কথা বলেছি। আমি আশা করব আগামীকাল যদি তার খেলার সুযোগ আসে, তাহলে যেন ১৪০+ গতিতে বল করে।’
সম্প্রতি বিএসজেএ-র বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার জিতেছন নাহিদ। ২২ বছর বয়সী এই তারকার বলে কেবল গতিই নয়, আছে লাইন-লেন্থও। দুইয়ের সমন্বয়ে বাংলাদেশের অন্যতম সেরা পেস তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেও তার বোলিং দেখতে মুখিয়ে ভক্তরা।