জয়ের কৃতিত্ব যাদের দিলেন শান্ত
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ব্যাট-বল দুই বিভাগেই সমানতালে পারফর্ম করেছেন টাইগার ক্রিকেটাররা। ফলাফলও স্পষ্ট হয়েছে, আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সিলেটে ২১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল আয়ারল্যান্ড। আজ আর ১৬৮ রান তুলতে পারে আইরিশরা। ম্যাচ জয়ের পর ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জয়। ওপেনিং জুটিতে বাংলাদেশ তুলেছিল ১৬৮ রান। লম্বা সময় পর ওপেনিং জুটিতে একশর বেশি রানের দেখা পেয়েছে বাংলাদেশ।
সেই জুটি নিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। সবাই যেভাবে এই ম্যাচে খেলেছে, আমরা সত্যিই খুশি। বিশেষ করে ওপেনিং জুটিটা, দারুণ ছিল। আশা করি পরের ম্যাচেও তারা এমনই পারফর্ম করবে।’
এ ম্যাচ দিয়ে টেস্ট দলে অভিষেক হয়েছে স্পিনার হাসান মুরাদের। অভিষেক ম্যাচেই দারুণ করেছেন তিনি। আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংসকে ধসিয়ে দিতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুই ইনিংস মিলে শিকার করেছেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে এসেছে ৪ শিকার।
হাসান মুরাদকে নিয়ে শান্ত বলেন, ‘মুরাদ অনেক দিন ধরে অপেক্ষা করছিল। খুব বেশি সুযোগ পায়নি, কিন্তু সে প্রথম-শ্রেণির ম্যাচে দারুণ পারফর্ম করেছে। সে সুযোগ পেয়েই দেখিয়ে দিলো সে কতটা মানসম্মত বোলার। মুরাদ একজন এক্সাইটেড বোলার। আশা করি সে এভাবেই চালিয়ে যাবে।’
সিলেটের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। এ ম্যাচে সেরকমটা দেখা গেছে। যদিও উইকেটে তৃতীয় দিন থেকে স্পিনাররাও বেশ ভালোই সহায়তা পাচ্ছিল। তবে উইকেট নিয়ে সন্তুষ্ট অধিনায়ক শান্ত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা এই উইকেট চাই। এমন নয় যে, আমরা স্পিন-বান্ধব উইকেট চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেট, এবং সেটাই পেয়েছি। তিন-চার দিন পরেও উইকেটটা বেশ ভালোই দেখাচ্ছিল।’

স্পোর্টস ডেস্ক