হতাশায় কেটেছে বাংলাদেশের দ্বিতীয় সেশন

প্রথম সেশনে জিম্বাবুয়েকে খুব বেশি এগোতে দেয়নি বাংলাদেশ। দুই ওপেনারকে ফিরিয়ে স্বস্তি এনে দিয়েছিলেন বোলাররা। তবে, দ্বিতীয় সেশনে হাওয়ায় মিলেছে তা। বাংলাদেশ তুলতে পারেনি একটি উইকেটও। চা বিরতির আগে ২৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে তুলেছে ৭২ রান। দুই সেশন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫৬ ওভারে ২ উইকেটে ১৬১ রান।
৭২ রানে দুই ওপেনারকে হারানোর পর দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন নিক ওয়েলচ ও শিন উইলিয়ামস। সফরকারী দুই ব্যাটার ইতোমধ্যে গড়েছে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি। দুজনই তুলেছেন ফিফটি। নিক অপরাজিত ৫৪ রানে, শিনের ৫৫।
বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তানজিম সাকিব। জিম্বাবুয়ের দুই ওপেনার শুরুটা করেন দেখেশুনে। ব্রায়ান বেনেট ও বেন কারানের ব্যাটে ৪১ রান তোলে জিম্বাবুয়ে। তখনই আঘাত হানেন অভিষিক্ত তানজিম সাকিব। একাদশ ওভারে তার বলে উইকেটের পেছনে জাকের আলী অনিকের তালুবন্দি হন বেনেট। বেনেটের ব্যাট থেকে আসে ২১ রান।
বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখা। সাকিবের আঘাতের পর দলকে দ্বিতীয়বার উল্লাসের উপলক্ষ এনে দেন তাইজুল ইসলাম। তার স্পিন ঘূর্ণিতে পরাস্ত হন অপর ওপেনার বেন কারান। বোল্ড হওয়ার আগে কারানও করেন ২১ রান। ৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।