ফুটসালে ইরানি কোচ নিয়োগ দিল বাফুফে

বাংলাদেশের ফুটবলে একটা আলাদা আমেজ তৈরি হয়েছে। দেশের ফুটবলের এই নবজাগরণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার ফুটসালকেও এগিয়ে নিতে চায়। স্বল্প আয়তন ও সময়ের এই খেলা এখন বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। কিছুদিন আগে ফুটসালের ট্রায়ালের আয়োজনের পর এবার খেলোয়াড়দের উন্নতির লক্ষ্যে ইরান থেকে কোচ এনেছে বাফুফে।
বাংলাদেশের ফুটসালে যাত্রাটা শুরু হচ্ছে ইরানি কোচ সাঈদ খোদারাহমির হাত ধরে। গতকাল (২৭ জুলাই) বিকেলে বাফুফে ভবনে এই ইরানী কোচকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে সাঈদ বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, যেকারণে এখানে এসেছি। মিয়ানমারে যখন দায়িত্ব নিয়েছিলাম একই অবস্থায় ছিল। ৫ বছর পর এখন তাদের উন্নতি হয়েছে। আমি চাই বাংলাদেশের মানুষও এক দিন সাঈদকে মনে রাখবে।’
এক যুগের বেশি সময় ধরে এএফসির ফুটসাল ইন্সট্রাকটর সাঈদ। এর আগে মিয়ানমার জাতীয় নারী ও পুরুষ ফুটসাল দলের কোচ ছিলেন পাঁচ বছর। আগামী সেপ্টেম্বরের শেষের দিকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ ফুটসাল বাছাই। সেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ। আর এই টুর্নামেন্টকে সামনে রেখেই মূলত তিন মাসের জন্য তাকে এনেছে বাফুফে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান ফুটসালে একটা নতুন দিন, একটি নতুন জন্মের সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ। কোচ নিয়োগের মাধ্যমে ফুটসালকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের প্রথম টুর্নামেন্ট হচ্ছে এশিয়ান কোয়ালিফিকেশন। আমরা বিশ্বাস করি, আমরা যদি চেষ্টা করি একটা হাই পারফরম্যান্স টুর্নামেন্টে অন্তর্ভুক্ত থাকার জন্য তাহলে সেই যাত্রার থেকে আগামী যাত্রাটা আরেকটু সুবিধা পাবে এবং গ্রহণযোগ্যতা পাবে।’
প্রথম টুর্নামেন্টেই বাংলাদেশের গ্রুপে পড়েছে শক্তিশালী ইরান। এই নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে, বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বাস করে যতবড় দলই হোক আমরা ভালো খেলব, আমরা ফাইটিং ম্যাচ দিব। আমরা বাংলাদেশের পতাকা নিয়ে যখন নামি তখন কোনভাবেই পিছপা হবো না। খেলার ভিতরে হার-জিত আছেই, আমরা আন্ডারডগ হিসেবেই যাবো।’
আগামীতে ফুটসাল লিগ আয়োজন করার ব্যাপারেও আশা প্রকাশ করেন বাফুফে সভাপতি। অবকাঠামো নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা নিজেরা এবং সরকার উভয় এক সঙ্গে কাজ করে এই বিষয়টি এগিয়ে নেব।’
ইরানি এই কোচকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান সাঈদকে বলেন, ‘তার অধীনে মিয়ানমার র্যাঙ্কিংয়ে ১০৩ থেকে ৮০ তে এসেছিল। ফুটসালে ২৩ র্যাংকিং অনেক। ফুটসালে ১৩৯ পর্যন্ত র্যাংকিং রয়েছে। আশা করছি আমরাও দ্রুতই র্যাঙ্কিং সিস্টেমে প্রবেশ করতে পারব।’
ফুটসালের অভিষেক আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ফুটসালে ইরান বর্তমান ও সবচেয়ে বেশিবারের এশিয়ান চ্যাম্পিয়ন। পাশাপাশি স্বাগতিক মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত আছে বাংলাদেশের গ্রুপে। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ২০-২৪ সেপ্টেম্বর।