নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সময় ও ভেন্যু প্রকাশ

আগামী বছর অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো ১২ দল নিয়ে হবে এবারের আসর। জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক এই লড়াই। বিশ্বকাপের মূলপর্বে অংশ নিতে বাছাইপর্বে অংশ নেবে ১০টি দল। যেখানে আছে বাংলাদেশও।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ১০ দলের এই লড়াইয়ের ভেন্যু আর তারিখ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজক দেশ নেপাল। দেশটির দুটি ভেন্যুতে হবে ম্যাচগুলো।
আগামী বছরের ১২ জানুয়ারি শুরু হবে বাছাইপর্ব। যেটা শেষ হবে ২ ফেব্রুয়ারি। কাঠমান্ডুর লোয়ার মুলপানি ও আপার মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। তবে, চূড়ান্ত সূচি প্রকাশ করেনি আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এই বাছাইপর্বে অংশ নেবে মোট ১০টি দল। ২১ দিনের লড়াই শেষে চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপের মূলপর্বে খেলার।
আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাছাইপর্বে ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল যাবে সুপার সিক্সে। সেই লড়াই শেষে দুটি দল ফাইনাল খেলবে।
ইতোমধ্যেই বিশ্বকাপের বাছাইপর্ব নিশ্চিত করেছে পাঁচটি দেশ। এর মধ্যে আছে বাংলাদেশও। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলায় সরাসরি বাছাইপর্ব খেলবে বাংলাদেশ আর আয়ারল্যান্ড। বাকি তিনটি দল এসেছে আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে। এশিয়া থেকে বাছাইপর্বে খেলা নিশ্চিত করেছে থাইল্যান্ড আর নেপাল। আমেরিকা অঞ্চল থেকে এসেছে যুক্তরাষ্ট্র।
বাকি পাঁচ দলের দুটি আসবে আফ্রিকা ও ইউরোপ অঞ্চল থেকে। একটি দল আসবে ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে।