ওকস দেখালেন ‘সবার আগে দেশপ্রেম’
 
কবি চণ্ডিদাসের ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ উক্তিটি ক্রিস ওকসের বেলায় হয়ত ভিন্নভাবে লেখা হবে। ‘সবার উপরে দেশপ্রেম, তাহার উপরে নাই’। ভাঙ্গা হাতে যদি সিরাজ-আকাশদের ওই গতির একটি বল আঘাত করে, তাহলে শেষ হয়ে যেতে পারে ক্যারিয়ার। দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে ক্যারিয়ারের সেই শঙ্কা নিয়েও মাঠে নেমেছিলেন ওকস। দলের বিপদে ২২ গজে এসেছিলেন স্লিংয়ে ঝুলানো বাঁ হাত সোয়েটারে মুড়িয়ে।
নবম ব্যাটার হিসেবে জস টং আউট হওয়ার আগ পর্যন্ত ইএসপিএন ক্রিইনফোতে ওকসের নামের পাশে দেখানো হচ্ছিল, এবসেন্ট হার্ট অর্থাৎ চোটের কারণে অনুপস্থিত তিনি। আলোচনাও হচ্ছিল মাঠে নামতে পারবেন কি ওকস? সবকিছুর সমাপ্তি টেনে মাঠে নামলেন তিনি। ওকস যখন মাঠে নামছিল তখন গ্যালারি থেকে ভেসে আসছিল করতালির শব্দ।
ওভাল টেস্টে অনভিজ্ঞ ইংল্যান্ড দলের পেস ইউনিটের দায়িত্বের ভার ছিল ওকসের সঙ্গে। কিন্তু খেলার প্রথম দিনেই সেই কাধেই চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। বাউন্ডারি বাঁচাতে ড্রাইভ দিয়েছিলেন ওকস। বাউন্ডারি বাঁচিয়েছিলেন ঠিক, কিন্তু নিজে মাঠ ছেড়েছিলেন চোট নিয়ে। বাঁ কাধে চোট নিয়ে হাত সোয়েটারে মুড়িয়ে সেসময় মাঠ ছাড়েন এই ইংলিশ পেসার।
পরের দিনই জানা গিয়েছিল ওভাল টেস্টে আর মাঠে নামা হচ্ছে না ওকসের। এমআরআই রিপোর্টে জানা যায়, বাঁ কাধের হাড় নড়ে গেছে তার। সেই অনুযায়ী বোলিং তো দূরের কথা, প্রথম ইনিংসে ব্যাটিং করতে দেখা যায়নি ওকসকে। তবে, দলের প্রয়োজনে এবার মাঠে নামলেন তিনি।
যদিও জয় পায়নি ইংল্যান্ড। শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে যান হাস অ্যাটকিনসন। তবে, ওকস লিখলেন দেশপ্রেমের নতুন গল্প।

 
                   ক্রীড়া প্রতিবেদক
                                                  ক্রীড়া প্রতিবেদক
               
 
 
 
