এশিয়া কাপ
যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ

হংকংকে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার যে লক্ষ্য নিয়ে আরব আমিরাত গিয়েছিল লিটনরা, সেটার শুরুটা করতে পেরেছিল ভালোভাবেই। কিন্তু পরের ম্যাচেই মুখ থুবরে পড়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বসে ৬ উইকেটে। এখন সমীকরণ একদম সোজা। যে কেনো মূল্যে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সেই লক্ষ্যে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এই ম্যাচ জিততে পারলে কিছুটা স্বপ্ন থাকবে সুপার ফোরের, হারলে ছিটকে পড়তে হবে টুর্নামেন্টের যাত্রা থেকে। হাই-ভোল্টেজ এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? সেই প্রশ্নই এখন ঘুরছে দেশের ক্রিকেট পাড়ায়।
সেখানে অবশ্য বড় পরিবর্তন দেখা যেতে আফগানিস্তানের বিপক্ষে। একাধিক পরিবর্তন নিয়ে আজ বাঁচা-মরার মিশনে নামতে পারে বাংলাদেশ। লম্বা সময় ধরেই হাসছে না মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যাট। সবশেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন তিনি। ৯ বলে ৮ রান করতে পেরেছেন। আফগানিস্তানের বিপক্ষে বাদ পড়েত পারেন হৃদয়। তার জায়গায় দেখা যেতে পারে সাইফ হাসানকে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাকি ব্যাটাররা যখন অসহায় আত্মসমর্পণ করে ফিরছিলেন তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জাকের আলী অনিক। ২ চারে ৩৪ বলে ৪১ রান এসেছিল তার ব্যাট থেকে। রান করলেও ম্যাচ শেষে প্রশ্ন উঠেছিল, দলের চাহিদা কতটা পূরণ করতে পেরেছেন তিনি? ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেক সাবেক ক্রিকেটার। এ ম্যাচে তাকেও বিশ্রাম দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে একাদশে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান।
শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে এক ওভারই করার সুযোগ পেয়েছিলেন লেগস্পিনার রিশাদ হোসাইন। সেই ওভারে ১৮ রান দেওয়ার পরে অধিনায়ক আর তাকে বোলিংয়ে আনার সাহস করেননি। এ ম্যাচে তার পরিবর্তে দেখা যেতে পারে নাসুম আহমেদকে।
এছাড়াও বিশ্রাম থেকে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। সেক্ষেত্রে একাদশের বাইরে চলে যেতে হবে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।