ব্যালন ডি’অরের মঞ্চে শ্রেষ্ঠত্ব উঠবে কার হাতে?

প্রতিটা ফুটবলারের স্বপ্ন থাকে ব্যালন ডি’অর জেতা। একটা সময় যা ছিল মেসি-রোনালদোর ব্যক্তিগত সম্পত্তি, তাতে ছেদ পড়েছে গতবারই। আরও একবার এই দুজনের বাইরে ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন কোনো ফুটবলার। আজ রাতেই জানা যাবে, কার হাতে উঠছে এবারের ব্যালন ডি অর।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) প্যারিসের আলো ঝলমলে থিয়েটার দ্য শাতলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে ২০২৪-২৫ মৌসুমের ব্যালন ডি'অর বিজয়ীর নাম। বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে এ আসর। এটি ব্যালন ডি'অরের ৬৯তম আসর।
মৌসুমজুড়ে সেরা পুরুষ ও নারী ফুটবলারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রদান করা হয় এ মর্যাদাপূর্ণ পুরস্কার। এই দুই ক্যাটাগরির বাইরেও সেরা গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের পারফরম্যান্সের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্যের যুগ শেষ হওয়ার পর ২০২৪ সালে এ পুরস্কার জিতেছিলেন ম্যানচেস্টার সিটি তারকা রদ্রি। বিতর্কিত সেই অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে হারিয়ে ব্যালন জিতেছিলেন রদ্রি।
গত মাসে ফিফার ঘোষিত ছেলেদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩০ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন পিএসজি তারকা উসমান দেম্বেলে ও বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। পাশাপাশি শোনা যাচ্ছে হ্যারি কেইন, আর্লিং হালান্ড, রাফিনহা, কিলিয়ান এমবাপ্পে, মোহাম্মদ সালাহর নামও।
আলোচনার কেন্দ্রে আছেন পিএসজির তারকা দেম্বেলে। গত মৌসুমে ফরাসি এই ফরোয়ার্ডের হাত ধরেই প্রথমবারের মতো অধরা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। একই মৌসুমে তারা জিতেছে ঐতিহাসিক ট্রেবল (লিগ, ঘরোয়া কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ)। এই সাফল্যের অন্যতম রূপকার দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় হওয়া দেম্বেলে পুরো মৌসুমে আলো ছড়িয়েছেন। করেছেন ৩৫ গোল, সহায়তা করেছেন ১৪ গোলে।
ইয়ামাল মাত্র ১৮ বছর বয়সেই ফুটবলপ্রেমীদের হৃদয় জিতে নিয়েছেন। বড় ম্যাচে পারফরম্যান্সের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার। মৌসুমজুড়ে করেছেন ১৮ গোল ও ২১ অ্যাসিস্ট। লিভারপুলকে লিগ শিরোপা জেতাতে সালাহ করেছেন ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে করেছেন সর্বোচ্চ ৪৪ গোল। রাফিনহাও করেছেন নজরকাড়া পারফরম্যান্স।
দলের সামগ্রিক সাফল্য ও বড় ম্যাচে পারফরম্যান্সের কারণে এগিয়ে আছেন দেম্বেলে। বিশ্লেষকদের ধারণা, খুব বেশি বিতর্ক না হলে তার হাতেই উঠবে মর্যাদার এই সোনালি গোলক।