দেম্বেলের হাতেই ব্যালন ডি'অর

পাল্লা ভারী ছিল উসমান দেম্বেলের দিকেই। পিএসজির জার্সিতে অনবদ্য এক মৌসুম কাটানোর পর তাকে পেছনে ফেলা কঠিন ছিল বাকি ফুটবলারদের জন্য। তারা সেটি পারেওনি। প্যারিসের থিয়েটার দ্যু শাতলের আলো ঝলমল মঞ্চে সব আলো নিজের করে নিয়েছেন দেম্বেলে। প্রথমবারের মতো পেয়েছেন ব্যালন ডি'অর জয়ের স্বাদ।
মঞ্চ তার জন্য প্রস্তুত ছিল। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো যখন ঘোষণা করেন দেম্বেলের নাম, তখন পূর্ণতা পেয়েছে থিয়েটার দ্যু শাতল। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মাঝরাতে (ফরাসি সময় সোমবার রাত ১১টা) দেম্বেলে পেয়েছেন সেরাদের সেরার খেতাব। ইউরোপিয়ান ফুটবলের নতুন রাজা এখন পিএসজির এই ফরাসি তারকা।
নাটকীয় কিছু না ঘটলে তার হাতেই উঠতে যাচ্ছে এবারের ব্যালন ডি’অর, এটি প্রায় সবার জানা ছিল। ২০২৪-২৫ মৌসুমে ট্রেবলজয়ী পিএসজির হয়ে ফরাসি উইঙ্গার অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন। ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৪টি অ্যাসিস্ট করে মোট ৪৯টি গোলে অবদান রাখেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে ৮ গোল ও ৬ অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারানোর ম্যাচেও দুইটি অ্যাসিস্ট করেছেন। পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এছাড়া, লিগ ওয়ানে ২৯ ম্যাচে ২১ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন এবং মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন।
পুরস্কার জিতে দেম্বেলে বলেন, ‘এই হাসির পেছনের কষ্টটা কেবল আমি জানি। চোট, ত্যাগ সবকিছুর উত্তর আমার এই ব্যালন ডি'অর।’