বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটুকু?

এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্যেই দেশে ছাড়ে বাংলাদেশ। সেই স্বপ্নের এক ধাপ পাড়ি দিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরের লড়াইযের প্রথম ম্যাচে শ্রীলকার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। এবার তাদের সামনে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ভারত। জিততে পারলে ফাইনাল খেলাটা অনেকটাই নিশ্চিত হবে লিটন-তাসকিনদের।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা)।
দুবাইতে আজ বৃষ্টির কোনো শঙ্কা নেই। আজকের পূর্বাভাসও বলছে, ম্যাচ চলাকালে আবহাওয়া থাকবে পরিষ্কার। তাই মাঠের লড়াই উপভোগে বাধা হয়ে দাঁড়াবে না প্রকৃতি। দিনের তাপমাত্রা বেশি থাকবে এবং খেলা শুরু হওয়ার পরও তাপমাত্রা খুব একটা কমবে না।
আকুওয়েদার অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর্দ্রতার থাকবে ৪৪ শতাংশ। তাপমাত্রা বেশি থাকায় সেখানে অত্যধিক গরম অনুভূত হতে পারে।
এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে মাত্র দুই ম্যাচে জয়ে পেয়েছে বাংলাদেশ, বাকি ১৩টি ম্যাচই জিতেছে ভারত। এশিয়া কাপে টি-টোয়েন্টিতে দুইবার দেখা হয়েছিল দুই দলের। ২০১৬ সালে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা। ভারত পরিসংখ্যানে এগিয়ে থাকলেও আজ ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।