হারের কারণ হিসেবে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে তাদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের শুরুতেই ধাক্কা খেয়েছে মিরাজ-শান্তরা। সম্প্রতি ওয়ানডেতে বাংলাদেশ তেমনটা ছন্দে নেই। বরাবরের মতো ব্যাটিং ব্যর্থতায় আরো এক ম্যাচে হারের দেখা পেল তারা। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কথায়ও হারের কারণ হিসেবে ব্যটিং ব্যার্থতার বিষয়টিই উঠে এসেছে।
গতকাল বুধবার (৮ অক্টোবর) প্রথম ওয়ানডেতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৪৭.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান।
এই ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৫৩ রানের মধ্যেই প্রথম ৩ উইকেট হারিয়ে ফেলে। তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে অধিনায়ক মিরাজের ১৪১ বলে ১০১ রান জুটি বাংলাদেশকে রক্ষা করেছে। এছাড়া আর কোন জুটি ৩০ পেরোতে পারেনি।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘প্রথম ১৫ ওভারে আমরা সবসময়ই অনেক উইকেট হারিয়ে ফেলি। এই উইকেটে ব্যাটিং করাটা সত্যিই কঠিন ছিল। উইকেটটাও একটু টার্ন করছিল, আর ওই সময় আমরা বেশ বিপাকে ছিলাম। তবে যেভাবে তাওহিদ হৃদয় ব্যাট করেছে, তা দারুণ ছিল। যখন চাপের মুহূর্ত এসেছে, তখন ব্যাটাররা ধৈর্য ধরে, ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করেছে, মাঝে মাঝে ইতিবাচক মানসিকতায় খেলেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা জুটি গড়তে পারিনি—এটাই আসল সমস্যা।’
যে মাঠে প্রথম ইনিংসে ব্যাটিং গড় ২৭৪, সেখানে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করে থেমে গেছে ২২১ রানে। আর এখানেই ম্যাচের ব্যবধানটা গড়ে দিয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
এই বিষয়ে মিরাজ বলেন, ‘এই উইকেটে আমরা ৪০ রান কম করেছি। আমি আগেই বলেছিলাম, যদি আমরা ২৬০-এর বেশি করতে পারতাম, তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো। কারণ আমরা ভালো বোলিং দল, আমরা খুব বেশি রান দিই না। সমস্যাটা হচ্ছে শেষের দিকে—সেখানে আমাদের জুটি দরকার।’
২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে বাংলাদেশের জন্য এই সিরিজে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। সিরিজের এখনো দুটি ম্যাচ বাকি। মিরাজ আত্মবিশ্বাসী পরের ম্যাচগুলোতে ভালো খেলা নিয়ে।
মিরাজ বলেন, ‘এই ম্যাচে আমাদের সুযোগ ছিল। এখনও আমাদের সামনে উন্নতি করার সুযোগ আছে, কারণ আমরা জানি এই ম্যাচে কিছু ভুল করেছি এবং এসব ম্যাচ থেকে আমাদের যত দ্রুত সম্ভব শিখতে হবে। আমি আত্মবিশ্বাসী, আমাদের ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’