শমিতকে ছাড়াই একাদশ সাজাল বাংলাদেশ

এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় হংকংয়ের মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবারের (৯ অক্টোবর) ম্যাচটিতে কোচ হাভিয়ের কাবরেরা শুরুর একাদশ সাজিয়েছেন শমিত সোমকে ছাড়া। হামজা চৌধুরীর সঙ্গে শুরুর একাদশে দেখা যাবে না এই মিডফিল্ডারকে।
হামজার পর বর্তমান বাংলাদেশ দলের বড় তারকা কানাডিয়ান প্রবাসী শমিত সোম। ইতোমধ্যে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে মুগ্ধ করেছেন দেশের ফুটবলপ্রেমীদের। কিন্তু, কাবরেরার শুরুর একাদশে জায়গা হয়নি শমিতের।
কাবরেরার শুরুর একাদশে ফিরেছেন সেপ্টেম্বরে চোটের কারণে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে না পারা গোলরক্ষক মিতুল মারমা। অন্যদিকে, পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় একাদশে নেই সেন্টারব্যাক তপু বর্মণ।
হংকংয়ের বিপক্ষেও নিজের প্রিয় ফর্মেশন ৪-৪-২ নিয়ে একাদশ সাজিয়েছেন কাবরেরা। যেখানে রক্ষণে তিনি ভরসা রেখেছেন তারেক কাজী, শাকিল আহাদ তপু ও দুই ভাই সাদউদ্দিন-তাজউদ্দিনের উপর।
মিডফিল্ড নিয়ন্ত্রণে এই স্প্যানিশ কোচ বাজি রেখেছেন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র ও শেখ মোরসালিনে ওপর। আক্রমণের দায়িত্বে থাকবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।