বারবার কেন শেষ মুহূর্তে হোঁচট খায় বাংলাদেশ?

এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। হারলেই কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের এশিয়ান কাপে খেলার স্বপ্ন। এমন ম্যাচে জয়ের স্বপ্নও এঁকেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু সেই স্বপ্ন পূর্ণতা পায়নি। লড়াই জমিয়ে তুলেও হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। এতে এশিয়ান কাপ বাছাইয়ের তিন রাউন্ড শেষে দুই হার আর এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে আছে বাংলাদেশ।
এদিন ম্যাচের শুরুতেই লিড পেয়েছিল বাংলাদেশ। হামজার দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর পুরো গ্যালারি জেগে উঠেছিল। সেই ম্যাচও বাংলাদেশ হেরে বসেছে। কিন্তু কোথায় হারল বাংলাদেশ? সেই প্রশ্ন উঁকি দিচ্ছে অনেক সমর্থকের মনে।
প্রথমার্ধে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। সবাই যখন এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার চিন্তা করছিল, তখনই ম্যাচের শেষ বাঁশি বাজার আগে সেটপিস থেকে গোলহজম করে বাংলাদেশ। মাঠ ছাড়ে সমতা নিয়ে।
বাংলাদেশ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় দ্বিতীয়ার্ধেও। শেষ বাঁশি বাজার আগে হজম করে চতুর্থ গোল। এই গোলের জোগানও আসে সেটপিস থেকে। ফলে মোটা দাগে শেষ মুহূর্তে তালগোলে পাকিয়েই ম্যাচ হেরেছে বাংলাদেশ।
দিন কয়েক আগে জামাল বলেছিলেন, ‘সবাই জানে, যারা ফুটবল অনুসরণ করে, বাংলাদেশের সমস্যা হলো শেষ মুহূর্তে গোল হজম করে আর গোল পোস্টের সামনে থেকে গোল করতে পারি না। তবে যারা সামনে খেলছে, ওরা ভালো করার চেষ্টা করছে।’
একই সমস্যায় আবার জর্জরিত হলো বাংলাদেশ। সেটাও একবার নয়, দুই অর্ধে দুইবার। তাহলে প্রশ্নটা হলো, দেশে ফুটবল জোয়ারের মধ্যেও এমন হাহাকারের শেষ হবে কবে?
অবশ্য বাংলাদেশের এই হারে কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলা যায়। শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম কিংবা জায়ান আহমেদদের মতো ফুটবলারদের বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত যে সঠিক ছিল না, সেটা প্রমাণ করেছেন তারা বদলি নেমে।
দ্বিতীয়ার্ধে শমিত-জামাল-ফাহমিদুল-জায়ানরা যখন বদলি নামেন তখন বাংলাদেশ ৩-১ গোলে পিছিয়ে। কিন্তু এরপরই দৃশ্যপট বদলে দেন তারা। একের পর এক আক্রমণে নাভিশ্বাস তুলে ফেলে হংকংয়ের। বল পায়ে জায়ান, জামাল, ফাহমিদুলরা ছিলেন প্রশ্নাতীত। আদায় করে নেয় দুটি গোল। ম্যাচে ফেরায় সমতা। এর মধ্যে শমিত নিজেই একটি গোল করেন।
তাই বলা চলে, বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্তও ম্যাচ হারের পেছনে ভূমিকা রেখেছে।