হারের দায়টা নিজেই নিলেন বাংলাদেশ কোচ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকংয়ের বিপক্ষে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের একদম শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয়েছে হামজা-শমিতদের। বাছাইপর্বের লড়াইয়ে টিকে থাকতে বাংলাদেশের জন্য জয় পাওয়াটা ছিল গুরুত্বপূর্ণ। আর সেই ম্যাচেই বাংলাদেশের ভুলগুলো ছিল চোখে পড়ার মতো। একইসাথে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়েও সমালোচনা হচ্ছে। তবে তিনি দায়টা এড়িয়ে যাননি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা বলেন, আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।’
বাংলাদেশ এই ম্যাচে শুরুতে হামজা চৌধুরীর গোলে এগিয়ে গিয়েও পরে ৩-১ গোলে পিছিয়ে যায় আবার। কিন্তু যোগ করা সময়ে শমিত সোমের গোলে সমতায় ফিরে ১ পয়েন্ট নিয়ে ফেরার আশা করছিল বাংলাদেশ। সে আশাও শেষ হয়ে যায় ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল খেয়ে।
ম্যাচে বাংলাদেশের ভুলগুলো ছিল চোখে পড়ার মতো। হংকংয়ের গোলগুলো হয়েছে বাংলাদেশের ভুল থেকেই। তবে কাবরেরা এত শুধু ডিফেন্ডারদের দোষ দিতে রাজি নয়। কাবরেরা বলেন, ‘আমার কাছে এটা শুধুই ডিফেন্ডারদের দোষ নয়। কারণ, গোলের পরিস্থিতিগুলো শুধুই ডিফেন্ডারদের ওপর নির্ভর করছিল না। একদম শেষ মুহূর্তে একটা অপ্রয়োজনীয় ভুল আমাদের বিপদে ফেলে দিয়েছে।’
এই হারে এশিয়ান কাপ বাছাইয়ের তিন রাউন্ড শেষে দুই হার আর এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে আছে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ। আপাতত মনোযোগ তাই সেখানেই।
কাবরেরা বলেন, ‘এখন পরবর্তী ম্যাচে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের এখনো সুযোগ আছে। সামনে হংকংয়ের সঙ্গে আরেকটা ম্যাচ আছে। যদি আমরা সেটা জিততে পারি, তাহলে আবারও আমরা গ্রুপের শীর্ষে তিনের মধ্যে চলে আসব।’’