হংকংয়ের বিপক্ষে হারের পর কাবরেরাকে নিয়ে যা বললেন তাবিথ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তের গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের পর স্বাভাবিকভাবেই সমালোচনা উঠেছে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে। তার ম্যাচ পরিকল্পনা ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে। এর আগেও বিভিন্ন সময় তাকে সারনোর দাবি উঠেছে। গতকাল (৯ অক্টোবর) ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে কাবরেরার বিষয়ে জিজ্ঞেসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।
গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। এতে এশিয়ান কাপ বাছাইয়ের তিন রাউন্ড শেষে দুই হার আর এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে আছে বাংলাদেশ।
ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিক তাবিথকে জিজ্ঞাসা করেন, এর পরও কাবরেরাকে বাংলাদেশের কোচ হিসেবে দেখা যাবে কি না?
বাফুফে সভাপতি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘এখন এগুলো নিয়ে মন্তব্যের সময় না। (মাত্রই) ম্যাচটা শেষ করেছি। অবশ্যই ম্যাচ–পরবর্তী একটি ব্রিফিং হবে। তখন বিস্তারিত কথা বলব।’
এই ম্যাচে একই সমস্যায় আবার জর্জরিত হলো বাংলাদেশ। সেটাও একবার নয়, দুই অর্ধে দুইবার।
প্রথমার্ধে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। সবাই যখন এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার চিন্তা করছিল, তখনই ম্যাচের শেষ বাঁশি বাজার আগে সেটপিস থেকে গোলহজম করে বাংলাদেশ। মাঠ ছাড়ে সমতা নিয়ে। বাংলাদেশ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় দ্বিতীয়ার্ধেও। শেষ বাঁশি বাজার আগে হজম করে চতুর্থ গোল।
বাংলাদেশের এই হারে কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনা নিয়ে চারদিকে সমালোচনার ঝড় বইছে । শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম কিংবা জায়ান আহমেদদের মতো ফুটবলারদের বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা প্রমাণ করেছেন তারা বদলি নেমে।
দ্বিতীয়ার্ধে শমিত-জামাল-ফাহমিদুল-জায়ানরা যখন বদলি নামেন তখন বাংলাদেশ ৩-১ গোলে পিছিয়ে। কিন্তু এরপরই দৃশ্যপট বদলে দেন তারা। বল পায়ে জায়ান, জামাল, ফাহমিদুলরা ছিলেন প্রশ্নাতীত। দুটি গোল আদায় করে নিয়ে ম্যাচে ফেরান সমতা। এর মধ্যে শমিত নিজেই একটি গোল করেন। আর এই শমিতই ম্যাচের বেশিরভাগ সময় ছিলেন বেঞ্চে।
হংকংয়ের বিপক্ষে ম্যাচ হারলেও বাংলাদেশের খেলায় পরিবর্তন এসছে বলেই মনে করেন বাফুফে সভাপতি। পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে আবার ম্যাচে ফিরে আসাকে তিনি উন্নতি হিসেবেই দেখছেন।
তাবিথ বলেন, ‘আমি দর্শকের দিক থেকে দেখি, একটি ম্যাচে ৭টা গোল হয়েছে। এটি অবশ্যই একটি বড় ব্যাপার। ৩-১ থেকে ৩-৩ সমতায় ফিরেছে বাংলাদেশ, এটিও মানসিকভাবে বড় উন্নতি। আরও টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে। আমাদের অতীতে ও আগামীতে কী আছে চিন্তা করতে হবে।’