হংকংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

ঘরের মাঠে ম্যাচ শেষ করে একদিনও সময় পায়নি বাংলাদেশ ফুটবল দল। অ্যাওয়ে ম্যাচে অংশ নিতে আজ শুক্রবার (১০ অক্টোবর) রওনা দেয় হংকংয়ের উদ্দেশে। ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন হামজা-জামালরা। আগামী ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ইংল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী হামজা, শমিত ও জায়ান আহমেদের ভিসা লাগেনি, তারা সরাসরি দলের সঙ্গে হংকং যাচ্ছেন। তবে ফ্লাইট ছাড়ার ঘণ্টা দেড়েক আগে ফাহমিদুল তার পাসপোর্ট পেয়েছেন। ফাহমিদুলের ইতালির পাসপোর্ট নেই শুধু বাংলাদেশি পাসপোর্ট থাকায় তার ভিসার প্রয়োজন ছিল। তাই ফাহমিদুলের ভিসা পেতে খানিকটা বিলম্ব হয়।
দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচ হারার প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘সবার মন খারাপ। সবাই কাল দেরিতে ঘুমিয়েছে। তবে এখন আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’
হংকংয়ের বিপক্ষে রূপকথা লেখার দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েও লড়াইয়ের মানসিকতা বজায় রাখেন হামজা-শমিতরা। শেষ দিকে রীতিমতো নাচিয়ে তোলেন হংকংয়ের রক্ষণভাগকে। সেখান থেকে শেষ মিনিটে গোল হজম করে ম্যাচ হারতে হয় বাংলাদেশকে।
শমিত সোমের গোলে যখন ৩-৩ সমতা, তখন জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ফেটে পড়ছিল উল্লাসে। পরের মিনিটেই পিনপতন নিরবতা। এত কাছে গিয়েও হৃদয় ভাঙার কষ্টে হতবিহ্বল সবাই।