একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাই হয়ে ওঠেছে সিরিজ বাঁচানোর ম্যাচ। সেই লক্ষ্যে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা।
আজ শনিবার (১১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি।
সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে খুব বেশি কাটাছেঁড়া করেনি বাংলাদেশ। আগের ম্যাচের খরুচে দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার রিশাদ হোসেন।
ফলে বোলিং কম্বিনেশনেও পরিবর্তন এসেছে। দুই পেসার আর দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস ইউনিটে আজ নেতৃত্ব দেবেন মুস্তাফিজ। তার সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব।
দুই বিশেষজ্ঞ স্পিনার তানভীর ইসলাম আর রিশাদ হোসেন। তাদের সঙ্গে হাত ঘোরাবেন অলরাউন্ডার মিরাজ। গতকাল বাংলাদেশ থেকে টপঅর্ডার ব্যাটার নাঈম শেখকে উড়িয়ে নেওয়া হলেও একাদেশে রাখা হয়নি তাকে। ব্যাটিংয়ে আগের সবার উপরই ভরসা রাখছে বাংলাদেশ।
পরিসংখ্যানে এগিয়ে থেকেই এ ম্যাচেও মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ২০টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছেন ১১টি ম্যাচে। বিপরীতে ৯টিতে জিতেছে আফগানরা।
বাংলাদেশের একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।