হংকংয়ে ভিন্ন লড়াই করতে হচ্ছে হামজা-শমিতদের

ঘরের মাঠের হার ভুলে হংকংয়ের মাঠে জয়ের লক্ষ্য বাংলাদেশের। তবে সেটি মোটেও সহজ হচ্ছে না হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের জন্য। খেলা শুরুর তিন দিন আগে থেকেই “মাইন্ড গেম” খেলা শুরু করে দিয়েছে স্বাগতিক হংকং। দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে এখন হংকংয়ে অবস্থান করছে বাংলাদেশ। কিন্তু তবে সেখানে মুখোমুখি হতে হচ্ছে প্রতিকূল পরিস্থিতির।
হংকংয়ে প্রস্তুতির জন্য যে মাঠ পেয়েছে বাংলাদেশ সেটি মানসম্মত নয়। তার ওপর টিম হোটেল থেকে লম্বা পথ পারি দিয়ে যেতে হচ্ছে অনুশীলনে। এটি মূলত মাঠে নামার আগেই বাংলাদেশের সঙ্গে স্বাগতিকদের আরেকটা খেলা, যেটা বলা যায় “মাইন্ড গেম”। তবে এটিতে মোটেও বিচলিত নয় বাংলাদেশ দল। বাফুফের দেওয়া ভিডিও বার্তায় সেটিই স্পষ্ট করলেন মিডফিল্ডার সোহেল রানা।
এমন কিছু যে স্বাগতিকরা করবে সেটি আগে থেকেই অনুমান করেছিলেন হামজা-শমিতরা। তাই টলছেন না এতে। সোহেল বলেন, ‘এই বিষয়গুলোর মুখোমুখি যে আমাদের হতে হবে, সেই মানসিকতা নিয়েই আমরা এসেছি। কাল আমাদের অনুশীলনের জন্য যে মাঠ দিয়েছিল, হোটেল থেকে প্রায় এক ঘণ্টার বেশি সময় লেগেছিল সেখানে যেতে। আর মাঠের কথা কী বলব, খুব বাজে মাঠ ছিল।’
আজ রোববার (১২ অক্টোবর) হংকংয়ের তিসিং ই-স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ। এই মাঠের অবস্থাও একই। এক কথায় বললে আন্তর্জাতিক মানের কাছাকাছিও নয়।
সোহেল বলেন, ‘এটার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে, ওরা আমাদের সাথে এটা করবে। আজকেও একই মাঠ দিয়েছে। যে মাঠে ট্রেনিং করছি, একই অবস্থা। অবশ্য আমরা এই বিষয়গুলো খেলার সাথে গুলিয়ে ফেলতে চাচ্ছি না। ওরা মাঠের বাইরে আমাদের সাথে যা কিছুই করুক…আমরা সে প্রস্তুতি নিয়েই এসেছি।’
ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ভুলে ভরা ফুটবল খেলে হেরেছে বাংলাদেশ। অন্তিম মুহূর্তের এক গোলেই ৩ পয়েন্ট হারাতে হয় বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে যেন সেই ভুলের পুনরাবৃত্তি না হয় হংকংয়ে সেদিকেই মনোযোগ বাংলাদেশের।
মিডফিল্ডার সোহেল বলেন, ‘বাংলাদেশে ম্যাচ খেলার পর আমাদের আসলে এখানে এসে রিকভারি সেশন হচ্ছে। আমাদের লক্ষ্য এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। পরের ম্যাচ আমরা কিভাবে খেলব, আগের ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, এগুলো নিয়ে কাজ করছি, এদিকেই আমাদের মনোযোগ।’
প্রথম লেগে ৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ বাঁশি বাজার আগে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হারে বাংলাদেশ। এশিয়ান কাপের মূলপর্বে খেলার সমীকরণ এখনো কাগজে-কলমে টিকে আছে বাংলাদেশের সামনে। তবে সেজন্য দ্বিতীয় লেগের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। সে লক্ষ্যেই মাঠে নামার কথা জানালেন জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানা।
ভিডিও বার্তায় সোহেল রানা বলেন, ‘দেশে আমরা হংকংয়ের সাথে যে ম্যাচ খেলেছি, আমাদের আত্মবিশ্বাস আছে আমরা ওদের হারাতে পারব। ইনশাল্লাহ, আমরা ম্যাচটা জিততে চাই। ওদের হোমে ম্যাচ, ওরা সুবিধা নিতেই চাইবে। এটা আমরা পেশাদারভাবে নিব।’