গিলের অধিনায়কত্বে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়

ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত। দিল্লিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর এক ঘণ্টার মধ্যেই ১২১ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এতেই ২ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতল তারা। অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে ভারতের প্রথম সিরিজ জয় এটি। এর আগে তার অধিনায়কত্বে ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র করেছিল ভারত।
চতুর্থ দিনের শেষে ১২১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে ভারত। যশস্বী জয়সওয়াল ৮ রান করে ফিরলেও লোকেশ রাহুল ২৫ ও সাই সুদর্শন ৩০ রান করে অপরাজিত থাকেন। ভারত ১ উইকেটে ৬৩ রান নিয়ে দিন শেষ করে।
শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৫৮ রান। মাঠে নেমে অধিনায়ক গিল ও সুদর্শন আউট হন সকালে। এরপর লোকেশ রাহুল অপরাজিত ৫৮ রানে করে দলের জয় নিশ্চিত করে ফিরেন। ধ্রুব জুয়েল অপরাজিত ছিলেন ৬ রানে।
এর আগে আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারায় ভারত।
সিরিজে সর্বোচ্চ ২১৯ রান করেন যশস্বী জয়সওয়াল ও সর্বোচ্চ ১২টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।
এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে টানা ১০টি জয়ের দেখা পেল ভারত। সেই সঙ্গে ১২২টি টেস্ট জয়ে পৌঁছে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে গেল তারা এখন টেস্ট জয় সংখ্যায় তিন নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত
প্রথম ইনংস: ৫১৮/৫ ডিক্লেয়ার (জয়সওয়াল ১৭৫, গিল ১২৯, সুদর্শন ৮৭; ওয়ারিকান ৩/৯৮)
দ্বিতীয় ইনিংস: ১২৪/৩ (রাহুল ৫৮*; চেজ ২/৩৬)
ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ইনিংস: ২৪৮ (কুলদীপ ৫/৮২)
দ্বিতীয় ইনিংস: ৩৯০ (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩, গ্রেভস ৫০*; বুমরাহ ৩/৪৪, কুলদীপ ৩/১০৪)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।