বিমানবন্দরে দর্শকদের তোপের মুখে ক্রিকেটাররা

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ভালো যায়নি বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এরচেয়ে বড় বিষয় হলো কোনো ম্যাচেই লড়াই করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ব্যাটাররা। বিলিয়ে এসেছেন উইকেট।
বাংলাদেশের ব্যর্থতা নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। তবে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে। কিন্তু তাওহিদ হৃদয়-নাজমুল হোসেন শান্তদের দিনের পর দিন বাজে ব্যাটিং যেনো ভক্তদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে দিয়েছে। যে কারণে এবার ভক্তদের তোপের মুখে পড়তে হলো ক্রিকেটারদের।
এশিয়া কাপে ব্যর্থতার পর দেশে ফেরেনি বাংলাদেশ দল। এরপর সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলে লাল-সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টিতে সিরিজ জিতলেও ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় দেখা গেছে প্রতিটি ম্যাচেই।
সেই সিরিজ শেষে আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফিরেছে ক্রিকেটাররা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলো ক্রিকেটারদের।
ভিআইপি লাউঞ্জের আশেপাশে জড়ো হয়েছিলেন বেশকিছু ভক্ত-সমর্থক। নাঈম শেখ-তাওহীদ হৃদয়দের দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি তারা। ক্রিকেটারদের গাড়ির পেছনে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিমর্ষ অবস্থায় দেখা যায় ক্রিকেটারদের। এর আগে কখনোই ক্রিকেটারদের এমন অবস্থার মুখোমুখি হতে হয়নি।
তবে বিপরীত চিত্রও দেখা গেছে। বাকিদের দুয়োধ্বনি দিলেও ব্যতিক্রম ছিল সাইফ হাসানের বেলায়। এশিয়া কাপ থেকে টানা পারফর্ম করে যাওয়া এই ক্রিকেটারকে বরং সম্মানই জানিয়েছেন দর্শকরা।