ব্যাটিং ব্যর্থতা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

গত কয়েক বছর ধরে ছন্নছাড়া বাংলাদেশের ব্যাটিং ইউনিট। কোনো কিছুতেই উন্নতির ছোঁয়া লাগছে না। ধারাবাহিকভাবে অধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন ব্যাটাররা। এতে বোলাররা ম্যাচ জয়ের আশা জাগালেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। হরহামেশাই উইকেট বিলিয়ে হারের বৃত্তেই আটকে যাচ্ছে দল।
বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতার চূড়ান্ত রূপ বোধ হয় প্রকাশ পেল সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের কোনো ম্যাচেই ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ।
ব্যাটিং ব্যর্থতা নিয়ে কি চিন্তা করছে বিসিবি, সম্প্রতি এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সেটি নিয়ে কথা বলেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এই টিমটার দলের যে স্পিরিট, ফিটনেস, এগুলো আমার কাছে মনে হয়েছে ওয়ার্ল্ড ক্লাস। তবে এখানে ব্যাটিংটা আমার কাছে মনে হয়েছে, স্পেশালি মিডল অর্ডার, এই গ্যাপটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পুষিয়ে ফেলতে হবে।’
আফগানিস্তান সিরিজ শেষ করে আজ বুধবার (১৫ অক্টোবর) দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা। আগামী ১৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজেও ব্যাটিং নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি, এমনটাই জানিয়েছিলেন বুলবুল।
এক প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, ‘আমরা এই সিরিজটা (আফগানিস্তান) শেষ হওয়ার পরে চিন্তা করবো। এই সিরিজের সাথে সাথে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। তারপরে আমরা দেখবো যে, আমাদের কি একজন অ্যাডিশনাল ব্যাটিং কোচ দরকার হবে কিনা।’