হারের পরে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে

আফগানিস্তানের বিপক্ষে ভুলে যেতে চাওয়ার মতো একটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই তিন ম্যাচের কোনো ম্যাচেই লড়াই করতে পারেনি বাংলাদেশ। সেই হারের ক্ষত শুকানোর আগেই আইসিসি থেকে দুঃসংবাদ এলো বাংলাদেশ শিবিরে।
আজ বুধবার (১৫ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানেই বড় ধাক্কা খেয়েছেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, জাকের আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা।
আফগানদের বিপক্ষে তিন ম্যাচেই ব্যাটহাতে ব্যর্থ ছিলেন শান্ত। তিন ম্যাচ মিলিয়ে করতে পেরেছেন মোটে ১২ রান। সর্বোচ্চ ৭ রান এসেছিল দ্বিতীয় ম্যাচে। সেই প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ১২ ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে নেমে গেছেন তিনি।
প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়েও ভালো করতে পরেননি জাকের আলী। র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি পিছিয়েছেন তিনি। ১৭ ধাপ পিছিয়ে ৭৫ নম্বরে নেমে গেছেন জাকের।
প্রথম দুই ম্যাচে ১০ রান করা ওপেনার তামিম পিছিয়েছেন ৯ ধাপ। বর্তমানে তিনি আছেন ৯৩ নম্বরে। ওয়ানডে সিরিজ না খেলা দুই ব্যাটার লিটন দাস ও সৌম্য সরকারেরও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। ৮ ধাপ পিছিয়ে লিটন আছেন ৮৪ নম্বরে আর ৭ ধাপ পেছানো সৌম্য আছেন ৯১ নম্বরে।
অন্যদিকে, বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ করে পিছিয়েছেন পেসার তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান। এখন তাসকিন আছেন ৩৪ নম্বরে আর মুস্তাফিজ ৫৬ নম্বরে। ৫ ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে আছেন পেসার শরিফুল ইসলাম।