বিমানবন্দরে দুয়োধ্বনি
নাঈম বললেন, ‘ঘৃণা নয়, ভালোবাসা চাই’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বুধবার (১৫ অক্টোবর) দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে তাদের ফেরাটা এবার সুখকর হয়নি। বিমানবন্দরে দর্শকদের তোপের মুখে পড়েন তাওহিদ হৃদয়-নাঈম শেখরা। দর্শকদের এমন আচরণে সে সময় ছলছল চোখ নিয়ে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন ক্রিকেটাররা।
পরে নিজের ফেসবুক পেজে একটি আবেগী স্ট্যাটাস দিয়েছেন ওপেনার নাঈম। দর্শকদের এমন আচরণ কষ্ট দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঘৃণা নয়, ভালোবাসা চাই’।
সেই স্ট্যাটাসে নাঈম লিকেছেন, ‘আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখিনা। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’
জয় কিংবা পরাজয়ে লাল-সবুজ নিয়ে গর্ব করার কথা জানিয়েছে নাঈম লিখেছেন, ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক— লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়।’
লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে দাবি করে নাঈম বলেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না— আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।’
খেলাধুলার বাস্তবতা তুলে ধরে নাঈম আরও লিখেছেন, ‘হ্যাঁ, (আমরা) কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে— এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়— কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’