পাকিস্তানের হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত, সিরিজ বর্জন
আফগানিস্তানের আরগুন জেলায় সীমান্তবর্তী হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ায়, আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এই ত্রিদেশীয় সিরিজটি গত মাসে আয়োজনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজটি ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) বিবৃতিতে বলা হয়, ‘এটি আফগানিস্তানের ক্রীড়াঙ্গন, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারে এক অপূরণীয় ক্ষতি।’
এসিবি এই ঘটনাকে ‘বেদনাদায়ক’ উল্লেখ করে জানায়, ‘নিহতদের প্রতি সম্মান জানানোর উদ্যোগ হিসেবে, আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শুক্রবার (১৭ অক্টােবর) রাতে এক্সে দেওয়া বিবৃতিতে এসিবি লিখেছে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যারা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।’
এসিবি আরও লিখেছে, ‘এই হৃদয়বিদারক ঘটনায় আরগুন জেলার তিনজন খেলোয়াড়—কবির, সিবঘাতুল্লাহ ও হারুনসহ আরও পাঁচজন শাহাদাত বরণ করেছেন এবং সাতজন আহত হয়েছেন। এই খেলোয়াড়রা এর আগে পাকতিকা প্রদেশের রাজধানী শারানা শহরে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিলেন। খেলা শেষে বাড়ি ফিরে একত্রিত হওয়ার সময় তারা হামলার শিকার হন।
এই ঘটনাকে আফগানিস্তানের ক্রীড়াঙ্গন, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারে এক বিশাল ক্ষতি হিসেবে দেখছে এসিবি। শহীদদের পরিবার ও পাকতিকা প্রদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে বোর্ড।
এই হৃদয়বিদারক ঘটনার প্রতিবাদে এবং শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী নভেম্বরের শেষে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা) শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আহতদের দ্রুত আরোগ্য দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি ধৈর্য, সওয়াব ও শক্তি বর্ষণ করুন—এই দুঃখের মুহূর্তে।’
চলতি বছর এটি হতো আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ। আগস্টে এশিয়া কাপের আগে দুই দল একটি সিরিজে মুখোমুখি হয়েছিল। তবে পাকিস্তানের মাটিতে এটি হতো আফগানিস্তানের প্রথম ত্রিদেশীয় সিরিজ।
আফগানিস্তান এর আগেও ২০২৩ সালের এশিয়া কাপে এবং চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলেছে। তবে সেসব টুর্নামেন্টে তারা স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলেনি।
সিরিজের সূচি অনুযায়ী, ১৭ ও ২৩ নভেম্বর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আয়োজিত এই সিরিজ এখন প্রশ্নের মুখে পড়েছে।