ধীরগতির ব্যাটিংয়ের যে ব্যাখ্যা দিলেন রিশাদ

ম্যাচ ঠিকই জিতেছে বাংলাদেশ। তবু, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেের উইকেটে ধীরগতির ব্যাটিং নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। তাওহিদ হৃদয় ফিফটি করলেও খেলেছে ৯০ বল। নাজমুল হোসেন শান্ত কিংবা অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের ইনিংসও ছিল বেশ মন্থর। এই পিচেই ঝড় তোলেন রিশাদ হোসেন। ব্যাটিংয়ের পাশাপাশি ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের জয়ের নায়ক তিনি।
ম্যাচ শেষে আজ শনিবার (১৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে রিশাদের কাছে স্বভাবতই জানতে চাওয়া হয় এমন ধীর ব্যাটিং নিয়ে। রিশাদও দিলেন ব্যাখ্যা। তিনি জানান, এটি দলের পরিকল্পনার অংশ ছিল।
লেগস্পিন অলরাউন্ডার রিশাদ বলেন, 'আমাদের মনে হয়েছে এই উইকেটে একটু দেখেশুনে খেললে ভালো। ধীরেসুস্থে খেলে টিকে থাকতে পারলে শেষ দিকে রান তোলা যাবে।'
হয়েছেও তা-ই। শুরুতে ব্যাটাররা মন্থর ইনিংস খেলার পর রিশাদ খেেন হাত খুলে। সিলসের বলে বোল্ড হওয়ার আগে একটি চার ও দুই ছক্কায় ১৩ বলে ২৬ রানের ক্যামিও উপহার দেন রিশাদ। তাতে, বাংলাদেশ পায় ২০০ পার করা সংগ্রহ। এই রানেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আটকে ফেলা গেছে ওয়েস্ট ইন্ডিজকে। ৭৪ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।