মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত জয়ে মৌসুম শেষ মায়ামির

লিওনেল মেসি যেন থামতেই জানেন না। বয়সের বাধাকে হার মানিয়ে ইন্টার মায়ামির হয়ে নিয়মিত গোল ও অ্যাসিস্ট করেই যাচ্ছেন তিনি। মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৫ মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিলের মাঠে হ্যাটট্রিকসহ এক অ্যাসিস্ট করে দলকে বড় জয় এনে দিয়েছেন মেসি। এরই মধ্য দিয়ে এমএলএসরে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মায়ামি।
আজ রোববার (১৯ অক্টোবর) সকালে প্রতিপক্ষ ন্যাশভিলের টেনেসির জিওডিস পার্কে তাদেরই ৫-২ গোলের বড় ব্যাবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। দলের অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিক ও মিডফিল্ডার বালতাসার রদ্রিগেজ ও তেলাসকো সেগোভিয়ার একটি করে গোলে এই জয় নিশ্চিত করে মায়ামি।
হ্যাটট্রিক করে ২০২৫ এমএলএস গোল্ডেন বুটও নিশ্চিত করেছেন মেসি। ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এমএলএসে এবারই প্রথম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠছে তার হাতে। দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্কার গোল ২৪টি।
এদিন ম্যাচের শুরু থেকেই দুই দলই ছিল আক্রমণাত্মক। ৩৫তম মিনিটে মাঝমাঠের একটু ওপর থেকে থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় কিছুটা সামনে এগিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান মেসি।
মেসির দুর্দান্ত গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধে লিডটা ধরে রাখতে পারেনি মায়ামি। ম্যাচের ৪৩তম মিনিটে স্যাম সারিজ ও যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জ্যাকব শ্যাফেলবার্গের গোলে ঘুরে দাঁড়ায় স্বাগতিক ন্যাশভিল। যারা ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ন্যাশভিল।
তবে দ্বিতীয়ার্ধের আর্জেন্টাইন সুপারস্টারের ম্যাজিকে পুরোটা সময় ছিল মায়ামির আধিপত্য। ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান মেসি। এরপর ৬৭তম মিনিটে রদ্রিগেজ বল জালে জড়িয়ে ইন্টার মায়ামিকে আবার এগিয়ে নেন।
ম্যাচের শেষ দশ মিনিটে ইন্টার মায়ামি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয়। ৮১তম মিনিটে ইয়ান ফ্রের সঙ্গে দৃষ্টিনন্দন এক ওয়ান-টু খেলে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে পোস্টের বাম কোণা দিয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।
মোয়ামির শেষ গোলটিতে অবদান রাখেন মেসি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলরক্ষককে একা পেয়ে মেসি হয়ত নিজেও বল জালে জড়াতে পারতেন। কিন্তু তিনি নিজে গোল না করে বাঁ পাশে থাকা সতীর্থকে বল বাড়িয়ে দেন। আর এতেই বদলি খেলোয়াড় তেলাসকো সেগোভিয়া বল জালে জড়িয়ে স্কোরলাইন ৫-২ করেন।
এই ম্যাচে হ্যাটট্রিকে মেসির গোলে অবদান দাঁড়াল ৪৮। এমএলএসের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। পুরো মৌসুমে মেসির গোল ২৯ এবং অ্যাসিস্ট ১৯। ৪৮ গোল অবদান নিয়ে তিনি এখন কার্লোস ভেলার ঠিক পেছনে। ২০১৯ সালে ৪৯ গোল অবদান রেখে রেকর্ডটি গড়েছিলেন ভেলা।
এই জয়ে ইন্টার মায়ামি ২০২৫ সালের নিয়মিত মৌসুমে মোট ৮১ গোল পূর্ণ করল। এমএলএসের ইতিহাসে মাত্র তৃতীয়বার কোনো দল ৮০ বা তার বেশি গোল করল এক মৌসুমে।
শেষ পর্যন্ত ৩৪ ম্যাচে ১৯ জয়, ৭ হার ও ৮ ড্রতে ৬৫ পয়েন্ট নিয়ে এমএলএসর ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় দল হিসেবে মায়ামি নিশ্চিত করেছে প্লে-অফের টিকিট। সমান পয়েন্ট পেলেও দুইয়ে এফসি সিনসিনাতি। এক পয়েন্ট বেশি নিয়ে সবার শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন। প্লে-অফের প্রথম রাউন্ডে আবারও ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।