সেমির আশা বাঁচিয়ে রাখতে সোমবার মাঠে নামছে বাংলাদেশ

ভারত ও শ্রীলঙ্কায় চলছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেখানে অম্ল-মধুর সময় কাটাচ্ছে বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরুর পর হেরেছে বাকি ম্যাচগুলোতে। টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্বকাপের সহযোগী আয়োজক শ্রীলঙ্কা।
সোমবার (২০ অক্টোবর) ভারতের ডি. ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও সনি -১ এ। দুই দলেরই ষষ্ঠ ম্যাচ এটি।
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ধারায় অব্যাহত রাখতে পারেনি জ্যোতি বাহিনী। পরের চার ম্যাচেই হেরেছে তারা। যদিও ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যাচ ফেলে দেওয়ার মহড়া দাঁড় না করালে পরিস্থিতি ভিন্ন কিছুও হতে পারত।
এখনো অবশ্য বাংলাদেশের সামনে সুযোগ আছে সেমিফাইনাল খেলার। সেই সমীকরণ মেলানোর প্রথম শর্ত হলো শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি জিততে হবে। তাহলে আশা বেঁচে থাকবে শেষ চারের।
সেটি অবশ্য সহজ হবে না বাংলাদেশের জন্য। পরিসংখ্যান অন্তত তাই বলছে। ওয়ানডেতে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। এর মধ্যে দুইবার জিতেছে লঙ্কানরা। বাকি দুটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। অর্থাৎ ৫০ ওভারের খেলায় লঙ্কান নারীদের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো রেকর্ড নেই।
পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থেকেই এ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৫ ম্যাচ খেলে এক জয় আর ৪ হারে ২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় সাত নম্বরে আছে শ্রীলঙ্কা।
বোলিংয়ে অনেক দিন থেকেই ভালো করছে বাংলাদেশ। বিশেষ করে স্পিন বিভাগে যেকোনো দলের বিপক্ষেই হুমকি জানাতে পারেন ফাহিমা খাতুন-নাহিদা আক্তাররা। চলমান বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত রেখেছেন তারা। সঙ্গে পেস ইউনিটে ইনসুইং দিয়ে প্রতিপক্ষকে ভড়কে দিতে পারেন মারুফা আক্তার।
বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে দুর্বলতা আছে বাংলাদেশের। সবগুলো ম্যাচেই দুই বা তিনজন ব্যাটার এককভাবে কিছুটা রান করলেও দলগতভাবে খেলতে পারছেন না ব্যাটাররা। এই দুই-তিন জনের সঙ্গে আর দুই-এক জন ব্যাটার রান করতে পারলেই জয় সম্ভব বাংলাদেশের।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্পিনার ফাহিমা খাতুনও সেই কথাই জানালেন। তিনি বলেন, ‘শেষ কয়েকটি ম্যাচ আমরা হারলেও ইতিবাচক দিক হলো কয়েকজন ব্যাটার অনেক ভালো করছেন। এর সঙ্গে যদি আরও ১-২ জন ব্যাটার যোগ দিতে পারেন, তাহলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।’
বাংলাদেশের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি পেসার মারুফা আক্তার। চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। আশার খবর হলো এ ম্যাচ দিয়ে ফিরছেন মারুফা। ফলে পূর্ণশক্তির বোলিং ইউনিট নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
প্রথমবার লঙ্কা বধের জন্য দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। এজন্য টপ অর্ডারে রুবাইয়া হায়দার ঝিলিক-শারমিন আক্তার সুপ্তা-নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে মিডলঅর্ডারে সুবহানা মুস্তারিকেও রানের ধারা অব্যাহত রাখতে হবে।