সুপার ওভারে রিশাদকে না দেখে অবাক হয়েছেন আকিল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের জয়ের নায়কটা বনে যেতে পারতেন রিশাদ হোসেন। সবার মন্থর ব্যাটিংয়ের মাঝেও ১৪ বলে ৩৯ রান করেন তিনি। স্ট্রাইক রেটের হিসেবে যেটি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে রেকর্ড। অথচ রুদ্ধশ্বাস ম্যাচটি সুপার ওভারে গড়ালে তাকে ব্যাটিংয়ের জন্য বিবেচনায় করেনি বাংলাদেশ। সুপার ওভারে বল করা ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসাইন যেটি দেখে বেশ অবাকই হয়েছেন।
সুপার ওভারে ১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ বলেও সে লক্ষ্যে পৌঁছাতে পারেন বাংলাদেশ। বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসেনর পর নামানো হয় নাজমুল হোসন শান্তকে। যার ব্যর্থ হয়ে ফিরেছে।
রিশাদকে ব্যাটিংয়ে না পাঠোনোতে শুধু আকিল নয় পুরো ওয়েস্ট ইন্ডিজ দলই অবাক হয়েছে। এত অবশ্য তাদের দলেরই লাভ হয়েছে বলে স্বীকার করেই নিয়েছেন স্পিনার আকিল। সুপার ওভারে অবশ্য ম্যাচ জয়ের নায়কও বনে গেছেন এই স্পিনার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আকিল বলেন, ‘আমি কিছুটা অবাক হয়েছি। ম্যাচে ১৪ বলে ৩৬ রান করেছে রিশাদ। সে সবচেয়ে আক্রমণাত্মক ছিল। তাকে সুপার ওভারে নামায়নি! বাউন্ডারির ছোট পাশটায় সে মারতে পারত, ওখান দিয়েই তো সে দুটি ছক্কা মেরেছিল। আমরা সবাই কিছুটা অবাক হলেও তাদের এই সিদ্ধান্ত আমাদের পক্ষেই এসেছে। রিশাদ লম্বা, সে মারতে পারে কিন্তু তারা তাকে ব্যাটিংয়ে নামায়নি!’
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে সুপার ওভারে ১ রানে হেরেছে বাংলাদেশ। সহজ জয়টা যেভাবে হাতছাড়া করেছে বাংলাদেশ তা স্কোরকার্ডেই দেখে নিন..
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, নাসুম ১৪, সোহান ২৩, মিরাজ ৩২*, রিশাদ ৩৯*; আকিল ১০-১-৪১-২, চেজ ১০-২-৪৪-০, পিয়েরে ১০-০-৪৩-০, মটি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২১৩/৯ (আথানেজ ২৮, কিং ০, কার্টি ৩৫, আগুস্ত ১৭, রাদারফোর্ড ৭, মোটি ১৫, চেজ ৫, গ্রেভস ২৬, আকিল ১৬, পিয়েরে ২*,হোপ ৫৩*; নাসুম ১০-০-৩৮-২, তানভীর ১০-০-৪২-২, রিশাদ ১০-০-৪২-৩, সাইফ ২-০-৯-১, মিরাজ ১০-১-৩৮-০, মুস্তাফিজ ৮-০-৪০-০)
সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ : ১ ওভারে ১০/১ (হোপ ৭*, রাদারফোর্ড ৩, কিং ০*; মুস্তাফিজ ১-০-১০-১)
সুপার ওভারে বাংলাদেশ : ১ ওভারে ৯/১ (সৌম্য ৩, সাইফ ২*, শান্ত ০*; আকিল ১-০-৮-১)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১ রানে জয়ী।