আইসিসি থেকে সুখবর পেলেন রিশাদ

ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। সুপার ওভারে হারের আক্ষেপের চেয়ে বেশি আলোচনা হয়েছে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে না নামানো নিয়ে। তা নিয়ে বইছে সমালোচনার ঝড়। উইন্ডিজ সিরিজে দুই ম্যাচেই আলো ছড়িয়েছেন রিশাদ। তার লেগস্পিনে কুপোকাত হয়েছেন ৯জন ব্যাটার। প্রথম ম্যাচে ৬ উইকেটের পর দ্বিতীয় দিন পেলেন ৩ উইটেক। দুই ম্যাচে ৯ উইকেট তুলে নেওয়া রিশাদ এবার সুখবর পেলেন আইসিসি থেকে।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে দেখা যায়, ওয়ানডেতে বোলারদের তালিকায় প্রথমবার সেরা ১০০-তে ঢুকেছেন রিশাদ। দিয়েছেন ক্যারিয়ার সেরা লাফ। ৬৫ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান এখন ৬৮তম। রেটিং পয়েন্ট ৪৩০। র্যাঙ্কিং ও রেটিং, দুটোই রিশাদের ক্যারিয়ার সেরা।
প্রথম ওয়ানডেতে একাই ৬ উইকেট নেন রিশাদ। নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ফাইফারের স্বাদ পান তিনি। ৯ ওভারে কোনো মেডেন না পেলেও ৩৫ রানে ৬ উইকেট নিয়ে সেদিন জয়ের নায়ক ছিলেন তিনিই। দ্বিতীয় ম্যাচেও ৪২ রানে ৩ উইকেট ঝুলিতে নেন রিশাদ।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদেরও। ১৬ ধাপ এগিয়ে তিনি এখন ৭১ নম্বরে। নাসুমের রেটিং পয়েন্ট ৪২৮। এগিয়েছে স্পিনার তানভীর ইসলামও। দুই ধাপ এগিয়ে ৯৬ নম্বরে আছেন তানভীর, রেটিং পয়েন্ট ৩৮২। পেসার মুস্তাফিজুর রহমানের অবস্থান অপরিবর্তিত আছে। ৪৭২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৫৬ নম্বরে।
উইন্ডিজ সিরিজের দলে থাকা পেসার তাসকিন আহমেদ পিছিয়েছেন চার ধাপ। ৫০৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি নেমেছেন ৩৮ নম্বরে। সেরা দশে কোনো বাংলাদেশি বোলার নেই। ২০ জনের ঘরে আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬ ধাপ এগিয়ে তার অবস্থান ১৮ নম্বরে, রেটিং পয়েন্ট ৫৭৮।