বাঁচা-মরার ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয়তা শেষে সুপার ওভারে হেরেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচটি এখন তাই অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। সিরিজ নিশ্চিত করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
বাঁচা-মরার ম্যাচে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। খেলা দেখা যাবে টি-স্পোর্টস-এ। অনলাইনে ট্যাপম্যাড অ্যাপ-এ।
আফগানিস্তানের সঙ্গে টানা হারের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে আবারও হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। সুপার ওভারে ১১ রানের সমীকরণ মেলাতে পারেননি সৌম্য সরকার-সাইফ হাসানরা। ওয়াইড-নো মিলিয়ে ৯ বল থেকে বাংলাদেশ তুলতে পেরেছিল ৯ রান।
সুপার ওভারে হারলেও প্রথম দুই ম্যাচে নির্ধারিত ওভারের খেলায় বাংলাদেশ বেশ ভালো করেছে। বিশেষ করে মিরপুরের স্পিন সহায়ক কালো উইকেটে দারুণ করেছেন রিশাদ হোসেন-তানভীর ইসলামরা। সময় যত গড়িয়েছে তত ভয়ঙ্কর হয়ে ওঠেছেন স্পিনাররা। বিশেষ করে রিশাদ দুই ম্যাচেই দারুণ করেছেন। তিনি একাই ধসিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটারদের।
ওয়ানডেতে টানা চারটি সিরিজ হেরেছে বাংলাদেশ। এতে শঙ্কা তৈরি হয়েছে সরাসরি বিশ্বকাপে খেলার। সেই শঙ্কার কালো মেঘ দূর করতে হলে, ঘরের মাঠে এই সিরিজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। টানা চার সিরিজ পরে প্রথম সিরিজ জয়ের সুযোগও এসেছে বাংলাদেশের সামনে।
সিরিজ নিজেদের করে রাখতে হলে দায়িত্ব নিতে হবে মূলত ব্যাটারদেরই। কারণ মিরপুরের উইকেটে স্পিনাররা এমনিতেই ভালো করছেন। তাদের লড়াই করার জন্য স্কোরবোর্ডে রান এনে দিতে হবে ব্যাটাররদের। প্রথম দুই ম্যচেই দেখা গেছে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা সেভাবে দায়িত্ব নিতে পারেনি। সেই ধারা ভাঙতে হবে এবার।
মিরপুরে প্রথম দুই ম্যাচেই কালো উইকেট দেখা গেছে। যেটি নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। সমর্থক থেকে শুরু করে জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও সমালোচনা করেছেন এমন উইকেট নিয়ে। তবে সেসবের পরও শেষ ম্যাচের উইকেটে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
মুখোমুখি পরিসংখ্যানে খুব বেশি পার্থক্য নেই দুই দলের মাঝে। এখন পর্যন্ত ওয়ানডেতে ৪৯টি ম্যাচে মাঠে নেমেছে দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ২২টি ম্যাচ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জয় ২৫টি ম্যাচে আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
মিরপুরে বাংলাদেশ পরিসংখ্যানও ভালো। এখানে গত পাঁচ বছরে আটটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ছয়টি ম্যাচই জিতেছে টাইগাররা। সর্বশেষ ২০২২ সালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ভারতকে হারানোর সেই পুরোনো স্মৃতিই ফিরিয়ে আনতে চায় টিম বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হারার পেছনে বোলিং ইনিংসে বেশকিছু ভুল চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে ক্যাচ মিস। এদিন বেশ কয়েকটি ক্যাচ মিস করেছিল বাংলাদেশ। মুস্তাফিজের বলে মিরাজ কিংবা শেষ বলে নুরুল হাসান সোহান ক্যাচ দুটি নিতে পারলে হয়তো দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। তৃতীয় ম্যাচে ক্যাচ এবং ফিল্ডিংয়েও ভালো নজর দিতে হবে বাংলাদেশকে।
সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।